সাম্প্রতিক সময়ে কোন পরিপ্রেক্ষিতে বিভিন্ন পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে তা কিছুদিন পরে জানা যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী বাজেটে মূল করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকরি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
এদিকে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসায় কৃষিপণ্যের বিশেষ ওএমএস (খোলাবাজারে সবজিসহ কৃষিপণ্য বিক্রি) বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেছেন, জরুরি পরিস্থিতিতে বিশেষ ওএমএস চালু করা হয়। আপাতত এটা বন্ধ করা হয়েছে। যদি আবার জরুরি হয়, তখন বিকল্প দেখা যাবে।
ভ্যাট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, কী প্রেক্ষিতে আমরা করেছি, সেটা কিছুদিন পর আপনারা জানতে পারবেন।
আর বাজেটের সময় আমি বলেছি, এখন ভ্যাটের ব্যাপারটা দেখি। বাজেটে মেইন ট্যাক্সের বিষয় যেগুলো থাকবে, সেখানে আমরা আরো ভালোভাবে সমন্বয় করব। বিশেষ ওএমএস বন্ধের পর মিলল ভূতাপেক্ষ অনুমোদন
বাজারে সবজির উচ্চমূল্যের পরিপ্রেক্ষিতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষের মধ্যে স্বল্পমূল্যে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম চালায় সরকার। ঢাকা মহানগরী, চট্টগ্রাম, খুলনা মহানগরীসহ সারা দেশে ৫০টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় আট লাখের বেশি পরিবার ভর্তুকি মূল্যে কৃষিপণ্যে পেয়েছে। এরই মধ্যে এ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। কার্যক্রম বন্ধের পর গতকাল এই কর্মসূচির ভূতাপেক্ষ (অতীতের কোনো সময়ে কার্যকর ধরে) অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
৭৫৬ কোটি টাকার সার কিনবে সরকার : সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও চীনের প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে এক লাখ ৫০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ ২০ হাজার টন ইউরিয়া সার এবং ৩০ হাজার টন ফসফরিক এসিড রয়েছে।
এই সার কিনতে ৭৫৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪০০ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।