ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

চট্টগ্রামে বইমেলা কাল শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে বইমেলা কাল শুরু

ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে ১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫। এবার বইমেলা অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে জিমনেসিয়াম চত্বরে। মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল জিমনেসিয়াম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় এবার বইমেলার আয়োজন করা হয়েছে। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। এবারের বইমেলায় চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থাগুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদের স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র আরো বলেন, মেলায় প্রায় এক লাখ বর্গফুটের সুবিশাল জিমনেসিয়াম মাঠজুড়ে মোট ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামের স্টলসংখ্যা ৭৪টি ও ঢাকার স্টলসংখ্যা ৪৪টি। মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক সহযোগিতায় সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা থাকবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সড়কে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি

শেয়ার
সড়কে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি
রাজধানীর সড়কে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি চলছেই। এতে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের। গতকাল বাড্ডা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

অবস্থান কর্মসূচি

শেয়ার
অবস্থান কর্মসূচি
মানদণ্ড পূরণকারী সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

ঢাকা ওয়াসা বহুমুখী সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা ওয়াসা বহুমুখী সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

একতাই শক্তি, একতাই মুক্তি’—এই স্লোগানে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, তাকসিম এ খান অন্যায়ভাবে সমবায় সমিতি বন্ধ করে দিয়েছিলেন। এখন সময় বদলেছে, তাই জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের নেতাদের কাছে অনুরোধ, আপনারা অনেক কাজ করছেন, এবার সমবায় সমিতির দেনা-পাওনা নিজের হাতে আদায়ের ব্যবস্থা করুন।

এতে সবাই উজ্জীবিত হবে। আমরা বিশ্বাস করি, নেতৃবৃন্দের সিদ্ধান্তে সবাই একমত আছি। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, আমি প্রস্তাব দিয়েছি, আমার ভাইদের জন্য যাঁরা অবসরে গেছেন এবং অসুস্থ হলে উন্নত চিকিৎসা পেতে পারেন এ জন্য উন্নতমানের হাসপাতালে চারটি সিট বুকিং রাখার ব্যবস্থা করা হোক। সেটি ম্যানেজমেন্ট সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে।

মন্তব্য

সীমান্তে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
সীমান্তে রোহিঙ্গাসহ ১৫ জনকে পুশব্যাক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে এক রোহিঙ্গহাসহ ১৫ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত মঙ্গলবার মধ্যরাতে তাদের পুশব্যাক করা হয়। জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতীয় পুলিশ তাদের আটক করে।

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতার পার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়েছি বিএসএফ ১৫ জনকে পুশব্যাক করেছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ