‘একতাই শক্তি, একতাই মুক্তি’—এই স্লোগানে ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘তাকসিম এ খান অন্যায়ভাবে সমবায় সমিতি বন্ধ করে দিয়েছিলেন। এখন সময় বদলেছে, তাই জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের নেতাদের কাছে অনুরোধ, আপনারা অনেক কাজ করছেন, এবার সমবায় সমিতির দেনা-পাওনা নিজের হাতে আদায়ের ব্যবস্থা করুন।
এতে সবাই উজ্জীবিত হবে। আমরা বিশ্বাস করি, নেতৃবৃন্দের সিদ্ধান্তে সবাই একমত আছি।’ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান বলেন, ‘আমি প্রস্তাব দিয়েছি, আমার ভাইদের জন্য যাঁরা অবসরে গেছেন এবং অসুস্থ হলে উন্নত চিকিৎসা পেতে পারেন এ জন্য উন্নতমানের হাসপাতালে চারটি সিট বুকিং রাখার ব্যবস্থা করা হোক। সেটি ম্যানেজমেন্ট সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে।’