মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে বলেছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি কাজের মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
দায়িত্ব পাওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানেই তিনি এই আহবান জানান।