পিরোজপুরের কাউখালীতে নিলুফার ইয়াসমিন নামের এক নারী উদ্যোক্তা স্থানীয় সুপারিগাছের পরিত্যক্ত খোল দিয়ে নানা তৈজসপত্র তৈরি করছেন। উদ্যোক্তা নিলুফার পরিবেশবান্ধব থালা, বাটি, বাসন, ট্রে স্থানীয়ভাবে এবং শহর অঞ্চলে বাজারজাত করে আর্থিক সমৃদ্ধি অর্জন করছেন।
নিলুফার ইয়াসমীন উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের হাফিজুর রহমান জুয়েলের স্ত্রী। তিনি স্থানীয় নাঙ্গুলী গ্রামে ন্যাচারাল বিউটি প্রাইভেট লিমিটেড নামের একটি কারখানা স্থাপন করে সুপারির খোল দিয়ে নানা তৈজসপত্র তৈরি করে আসছেন।