জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসের মধ্যে এসব ভিসার আবেদন করেন শিক্ষার্থীরা। বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টার গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এ তথ্য জানান। জার্মান রাষ্ট্রদূত বলেন, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১০ হাজার ৯৫৫, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন।