জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘একটি ঘটনা আমরা সামগ্রিকভাবে শুনতে পারছি। বিষয়টিতে জনগণের সঙ্গে বা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই।’
গতকাল শনিবার রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের ইফতার অনুষ্ঠানে সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘নাগরিক পার্টির পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে।
এই শ্রদ্ধাবোধ আমরা ধরে রাখতে চাই। গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে বলে আমরা আশা করি।’ জাতীয় নাগরিক পার্টির নেতা আরো বলেন, ‘আমাদের যদি কোনো একটি প্রতিষ্ঠান নিয়ে কোনো প্রশ্ন থাকে, তবে আমরা সেটা করব এবং যৌক্তিক আলোচনা-সমালোচনা হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যে অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি, আমরা কখনো তাদের মুখোমুখি দাঁড়াব না।’ সারজিস আলম বলেন, ‘মব জাস্টিস কখনো কাম্য নয়। এটা আমাদের আকাঙ্ক্ষিত চাওয়ার দিকে নিয়ে যেতে পারে না। ন্যায়বিচার ও মব জাস্টিস একসঙ্গে যায় না।’