সুনামগঞ্জ

‘খুন’ হচ্ছে হাওরাঞ্চলের নদ-নদী ও খাল

  • রাস্তা, বাঁধ ও স্থাপনায় দোষারোপ বিশেষজ্ঞদের
শামস শামীম, সুনামগঞ্জ
শামস শামীম, সুনামগঞ্জ
শেয়ার
‘খুন’ হচ্ছে হাওরাঞ্চলের নদ-নদী ও খাল
শাল্লা উপজেলার বেংড়ারডোয়ার নদীতে বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করা হয়েছে। ছবি : কালের কণ্ঠ

কোথাও যোগাযোগের জন্য রাস্তা, কোথাও ফসল রক্ষা বাঁধ, কোথাও অন্য কোনো স্থাপনা নির্মাণ করে হাওরাঞ্চলের নদ-নদী ও খাল খুন করা হচ্ছে। এতে প্রাকৃতিক বিপর্যয় নামছে বর্ষাকালে। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে সড়ক বা বাঁধ নির্মিত হওয়ায় এবং জলবায়ুগত পরির্তনের কারণে হাওরে দীর্ঘায়িত হচ্ছে বর্ষাকালীন পানি নিষ্কাশন। আঘাত এসেছে হাওরের জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ওপরও।

এতে নানা প্রতিক্রিয়া দেখাচ্ছে বন্ধ হয়ে যাওয়া নদ-নদী ও খালগুলো। পরিবেশবিদ, কৃষিবিদ ও স্থানীয় অভিজ্ঞ কৃষকরা বলেছেন, বাঁধের বদলে রাবার ড্যাম দেওয়া হলে নদী ও খাল রক্ষা হবে। হাওরের নদ-নদীর এই অবস্থায় গবেষকরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গবেষণার কাজে লাগানোর আহবান জানিয়েছেন।

সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে গিয়ে দেখা যায়, গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় পাটলাই নদীর সংযোগ খাল খালগাঙে বিশাল বাঁধ দেওয়া হয়েছে।

বাঁধটি গুরমার হাওরের ফসল রক্ষা করে বললেও এই নদীর দক্ষিণ তীরে আলাদাভাবে বাঁধ রয়েছে। এর পূর্বে নজরখালীতেও স্থায়ী বাঁধ রয়েছে। এখানে বাঁধ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে জানালেন কৃষকরা।

উথারিয়া নদী হয়ে একসময় পানি মহাসিং নদীতে নামত।

কৃষকরা জানালেন, উথারিয়া নদীটির ধারা বড়দই বিলসংলগ্ন খালের সঙ্গে যুক্ত ছিল। দেখার হাওরের পানি নিষ্কাশনের খালটি স্বাধীনতার পর স্থায়ী বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সুরমা নদীর ওপর পাহাড়ি ঢলের একক চাপ তৈরি হয়েছে।

২০১২ সালে তাহিরপুর উপজেলার কালাগাঙ নদীতে বাঁধ দেওয়ার পর স্থায়ী দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ করা হয়েছে। এই উপজেলার মনাই ও সরমরা নদীও বাঁধ দিয়ে ভরাট করা হয়েছে।

এভাবে অগুনতি নদী, খাল সড়ক, বাঁধ ও নানা স্থাপনায় স্থায়ী ভরাট করা হয়েছে।

হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার বলেন, অপরিকল্পিত বাঁধ, রাস্তাঘাট ও উন্নয়ন অবকাঠামো এখন হাওরের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। হাওরে জোরপূর্বক এমন উন্নয়ন নিতে চাচ্ছে না প্রকৃতি। এ কারণে বর্ষাকাল বন্যা হয়।

উন্নয়ন পরামর্শক ও অ্যাসোসিয়েটস ফর ইনোভেটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক আব্দুল হাই চৌধুরী বলেন, হাওরের নদ-নদী, খালগুলো পলি, অবৈধ দখল, অপরিকল্পিত বাঁধ, দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে পড়েছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্প প্রদর্শনী

শেয়ার
শিল্প প্রদর্শনী
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল ৯ দিনব্যাপী শিল্প প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
হা-মীম গ্রুপের জিএম হত্যা

নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নিহতের গাড়ি চালকসহ গ্রেপ্তার ২

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অন্যজনের নাম নুরুন্নবী। গতকাল বুধবার গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁরা গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
স্বাধীনতা দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বুধবার নৌ অঞ্চলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সব জাহাজ ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতনে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল আশার আলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

এবারও পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমের ঈদ জামাতের এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামাত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়।

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ