৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে। সেই সঙ্গে ৪৪ থেকে ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গতকাল রবিবার পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ৪৪ থেকে ৪৬তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা ও সম্ভাব্য সময়ও জানানো হয়েছে।
৪৪-৪৬তম বিসিএস : বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।
২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে এবং পরিবর্তিত সময়সূচি শিগগিরই জানানো হবে।
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ও ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল আগামী জুনের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বিভ্রান্ত না হয়ে ওয়েবসাইটে নজর রাখুন : পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনে বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য পিএসসি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পিএসসির পরীক্ষা নেওয়ার অপরিহার্য কিছু বিষয়, যেমন—প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় পিএসসিকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।