<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের অন্যতম মাধ্যম হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। যে পরিমাণ শিক্ষিত বেকার যুবক চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে তাদের কারিগরি জ্ঞান থাকলে দেশ-বিদেশে চাকরির সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হতে পারত। এ জন্য বর্তমান প্রেক্ষাপটে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশে বেকারত্ব হ্রাস পাবে এবং জাতি হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষার প্রসার ও এনরোলমেন্ট বৃদ্ধিমূলক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></span></p>