<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ সাড়ে চার বছর পর পার্বতীপুর থেকে চিলমারী রমনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রমনা লোকাল ট্রেনটি রমনা বাজার রেলস্টেশনে পৌঁছলে সেটিকে স্বাগত জানায় স্থানীয় মানুষজন। এর আগে ২০২০ সালের ২৪ মার্চ করোনার কারণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের কারণে রমনা লোকাল ট্রেনটিও বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ট্রেনটি চালু হওয়ায় উচ্ছ্বসিত এ অঞ্চলের মানুষ। রেল সূত্র জানায়, ৪২২ রমনা লোকাল ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে রমনা স্টেশনে পৌঁছবে দুপুর ১১টা ৪০ মিনিটে। অন্যদিকে ৪১৫ নম্বর ট্রেনটি দুপুর ১২টায় রমনা স্টেশন থেকে রওনা হয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে রংপুর স্টেশনে পৌঁছবে। এদিকে ৪১৬ নম্বর ট্রেনটি ৩টা ৪০ মিনিটে রংপুর থেকে বিকেল ৫টায় কুড়িগ্রামে পৌঁছবে। পরে ৫টা ২০ মিনিটে ৪২১ নম্বর ট্রেনটি কুড়িগ্রাম থেকে পার্বতীপুরের উদ্দেশে রওনা দেবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>