<p style="text-align:justify">হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবে ‘প্রশাসক’ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে এজেন্সি মালিকেরা। তারা বলছেন, হাবে প্রশাসক নিয়োগ ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্টেদের ষড়যন্ত্র মাত্র। প্রশাসক দিয়ে ৯৫ শতাংশ হাজির হজ ব্যবস্থাপনাকে বিপদে ফেলে দিবে। ঝুঁকিতে পড়বেন আল্লাহর ঘরের মেহমানেরা।</p> <p style="text-align:justify">সাধারণ হাব সদস্যের ব্যানারে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময়সভায় এ দাবি জানান বক্তারা।</p> <p style="text-align:justify">হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হাব নির্বাচনে পরাজিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতিনিধিরা হাবে প্রশাসক নিয়োগের পক্ষে কাজ করছে। তারা ধর্ম উপদেষ্টাকে ভুল বুঝিয়ে হাসিনার ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। বাণিজ্য মন্ত্রণালয় কাদের প্ররোচনায় প্রশাসক নিয়োগ দিয়েছে, জাতির সামনে তা তুলে ধরা হবে। হজ নিয়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতেই হাবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, হাবের প্রশাসকেরা হজযাত্রীদের সেবায় কাজ করবেন না। কারণ তারা এ বিষয়ে অভিজ্ঞ নন। তারা হজ ব্যবস্থাপনাকে ঝুঁকিতে ফেলবে। আগামী বছরের হজকে বিপজ্জনক করে তুলবে। তাই আমরা প্রশাসক নিয়োগ বাতিল চাই।</p> <p style="text-align:justify">জামায়াতের মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মেজবাহ উদ্দিন সাইদ বলেন, হাবের ইতিহাসে কখনও প্রশাসক নিয়োগ করা হয়নি। হজ ব্যবস্থাপনাকে ধ্বংস করতেই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কাদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তা জাতি জানে। তারা হাসিনা সরকারের দালাল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা। এ সরকারকে ব্যর্থ করতেই প্রশাসক নিয়োগের মতো সুদূর প্রসারী ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই সরকারকে প্রশাসক নিয়োগ বাতিল করতে হবে।</p> <p style="text-align:justify">সভায় উপস্থিত ছিলেন হাব সভাপতি হেফাজত নেতা সরদার ফারুক আহমেদ, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান প্রমুখ।</p>