<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাউজান আদালত ভবনের অবকাঠামোর জীর্ণদশা। বিচারপ্রার্থীদের যথাযথ বসার স্থান, শৌচাগার না থাকা, সুপেয় পানির অভাব, চেয়ার-টেবিল, অবকাঠামোর সংকট, অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থাসহ নানা সমস্যার কারণে বিচারপ্রার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভবনের নাজুক দশায় এই আদালতের সহকারী জজ ও আইনজীবীদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দৈনন্দিন কাজকর্ম সারতে হচ্ছে। এ ছাড়া এই আদালতে বিভিন্ন ক্ষেত্রে লোকবলের অভাবে চরম অসুবিধা পোহাচ্ছেন আইনজীবী, বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইনজীবীদের অভিযোগ, এখানে কমপক্ষে আটজন কর্মচারীর প্রয়োজনীয়তা থাকলেও বর্তমানে মাত্র তিনজন দিয়ে চলছে আদালতের কার্যক্রম। এই আদালতে শূন্যপদসহ নানা সমস্যা দুই বছর ধরে বিরাজমান থাকলেও এখনো কোনো সুরহা নেই। এমন অবস্থায় রাউজান উপজেলা আইনজীবী সমিতির কর্মকর্তা-সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাউজান আদালতের সমস্যাগুলো সমাধানের আশায় এর আগে চট্টগ্রাম জেলা জজের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাউজান উপজেলা আইনজীবী সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ গোলাম ছরওয়ার বলেন, ১৮৯২ সালে প্রতিষ্ঠিত রাউজান আদালতের সর্বশেষ নতুন ভবন নির্মিত হয় ১৯৮৫ সালে। বর্তমানে আদালত ভবনটির খুবই নাজুক অবস্থা। এর ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে প্রায়ই। দরজা-জানালাগুলোর ভঙ্গুর অবস্থা। কখন ওপর থেকে সিমেন্ট-বালু মিশ্রিত পলেস্তারা সহকারী জজ, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মাথায় পড়ে দুর্ঘটনার শিকার হতে হয়, সেই ভয়ে থাকতে হয়। আইনজীবী, বিচারপ্রার্থীদের জন্য নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল, সিলিং ফ্যান। রাউজান উপজেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, কর্মকর্তা অ্যাডভোকেট সুজিত কুমার সরকার, অ্যাডভোকেট সমীর কান্তি ধর ও অ্যাডভোকেট লিটন আচার্য বলেন, আদালত প্রাঙ্গণে নেই কোনো জেনারেল শৌচাগার এবং সুপেয় পানির ব্যবস্থা। এতে করে সাধারণ বিচারপ্রার্থী, বিশেষ করে স্বামী প্রবাসে থাকায় মামলা-মোকাদ্দমার বিষয় নিয়ে যেসব মহিলাকে আদালতে আসতে হয়, তাঁদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যাডভোকেট হামেদ হাসান বলেন, দুই বছর ধরে রাউজান আদালতের চলমান এমন সংকটাপন্ন অবস্থার সুরহার জন্য চট্টগ্রাম জেলা জজ আদালতের জেলা জজের কাছে এরই মধ্যে লিখিত আবেদন জানিয়েছে রাউজান উপজেলা আইনজীবী সমিতি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>