<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া বগুড়া কারাগারে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আসামির নাম শহিদুল ইসলাম রতন। তিনি শহরের গোদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ। তিনি জানান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিক্যাল ওয়ার্ডে রাখা ছিল তাঁকে। গতকাল বিকেলেও তাঁকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। পরে রাত ২টার দিকে মারা যান তিনি। জেল সুপার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পাচ্ছিলেন। সকালে তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>