<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয় করে দুটি সেতু নির্মাণ করেছিল। কিন্তু দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় মূল্যবান দুটি সেতু জনগণের কাজে লাগছে না। সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলে না। দুই বছর ধরে দুটি সেতু নিশ্চল দাঁড়িয়ে রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি সেতু নির্মিত হয়েছে নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের কাছে নরসুন্দা নদীর ওপর। আগে যেখানে বাঁশের সাঁকো দিয়ে লোকজন নদী পার হতেন। সেখানে সাত কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়েছে। সংযোগ সড়ক না থাকায় সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলে না। তাই স্থানীয় লোকজন সেতুর ওপর কয়েকটি টং দোকান বসিয়েছেন। অন্য সেতুটি নির্মিত হয়েছে একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের সুকাইজুড়ি নদীর ওপর। সেটিতেও সংযোগ সড়ক নির্মিত হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি উপজেলার দাসপাড়া গ্রামে গেলে সেতু এলাকার কাছের বাসিন্দা আবদুল কাইয়ুম জানান, আশপাশের ১০ গ্রামের মানুষ সাঁকো বা খেয়া নৌকা দিয়ে সুকাইজুড়ি নদী পার হতেন। নদীর ওপর সেতু নির্মাণ করায় মানুষের সেই দুর্ভোগের অবসান হয়েছে। এই সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় কোনো যানবাহন চলাচল করে না। তবে সেতুর আশপাশের বাসিন্দারা হেঁটে সেতুটি পার হন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয়ে (এলজিইডি) গিয়ে প্রকৌশলী তৌহিদ আহমেদ কালের কণ্ঠকে জানান, কালীগঞ্জ বাজারের কাছে নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণ করার জন্য ভূমি অধিগ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। অন্যদিকে সুকাইজুড়ি নদীর ওপর নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের সংশোধিত প্রাক্কলন প্রকল্প পরিচালকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।</span></span></span></span></span></p>