<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জের ছাতক সীমান্ত থেকে চোরাই পণ্য ছিনিয়ে নিতে বিজিবির ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ বিজিবির টহলদল কর্তক জব্দকৃত চোরাই পণ্য ছিনিয়ে নিতে চোরাকারবারিরা গত সোমবার রাতে বাংলাবাজার সীমান্তে বিজিবির ওপর হামলা করে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। এ ঘটনায় অভিযুক্ত দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সুনামগঞ্জ-২৮ বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ রসুন জব্দ করে বিজিবির টহলদল। এ সময় পণ্য ছিনিয়ে নিতে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বাংলাবাজার বিওপির টহল দলের ওপর হামলা চালায়। তবে চোরা কারবারিরা পণ্য ছিনিয়ে নিতে পারেনি। এতে দুই বিজিবি সদস্য আহত হন। এ সময় দুই চোরাকারবারিকে আটক করে স্থানীয় থানায় প্রদান করা হয়েছে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</span></span></span></span></p>