<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আরো একটি মামলা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে তাহেরিসহ ২৫ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা করে। এ নিয়ে জেলায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা হলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান, গত শুক্রবার বিনা অনুমতিতে আয়োজিত মাহফিল দ্রুত শেষ করতে বলায় পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরির বিরুদ্ধে একটি মামলা করা হয়। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার করতে আখাউড়ায় যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনায় গত রবিবার অপর একটি মামলা হয়েছে।</span></span></span></span></span></p>