<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশালের আগৈলঝাড়ায় খ্রিস্টান ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নামসর্বস্ব এনজিও খুলে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। এতে প্রায় দুই হাজার দরিদ্র পরিবার প্রতারণার শিকার হয়েছে। এনজিওটির পরিচালক সায়মন বিশ্বাস এখন লাপাত্তা। তার এই কাজে সহযোগিতা করেন খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস, বরিশাল বিভাগীয় প্রধান রিচার্ড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার। তারা ধর্মীয় অনুভূতি ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জনের লক্ষ্যে সদস্য কার্ডে যিশু খ্রিস্টের ছবি ব্যবহার করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাঠকর্মী ও সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের মরান্দিরপাড় গ্রামে চলতি বছরের ১৪ নভেম্বর স্বপ্নডানা নামে একটি এনজিওর কার্যক্রম শুরু করেন পরিচালক সায়মন বিশ্বাস, খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস, বরিশাল বিভাগীয় প্রধান রিচার্ড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার। তারা উপজেলার বিভিন্ন এলাকার ২২৯ সদস্যের কাছ থেকে আধাপাকা ঘর দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা করে এবং চাল, ডাল, আটা, চিনি ও তেল দেওয়ার প্রলোভন দিয়ে এক হাজার ৫৩২ সদ্যস্যের কাছ থেকে দুই হাজার ৪০ টাকা করে উত্তোলন করেন। মাঠকর্মীদের উত্তোলনকৃত প্রায় কোটি টাকা মাঠকর্মী রিনা রায় ও তার ছেলে ম্যাথিউ রায় সায়মন বিশ্বাসের কাছে পাঠান। সদস্যদের মধ্যে নভেম্বর মাসের শেষ দিকে ঘর ও খাদ্যসামগ্রী দেওয়ার কথা থাকলেও এনজিওর কথিত পরিচালক সরেজমিন না আসায় মাঠকর্মীদের সন্দেহ হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় মাঠকর্মী রিনা রায় বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেরী বিশ্বাস, রিচার্ড রায় এলিও ও তার স্ত্রী বিউটি সরকার আগৈলঝাড়ায় এসে খ্রিস্টানদের গির্জায় সভা করে স্বপ্নডানা নামে এনজিওর কার্ডে যিশু খ্রিস্টের ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করেন। আমাকে মৌখিকভাবে তারা কর্মী হিসেবে নির্দেশ দিলে আমি ২৫০ সদস্যদের কাছ থেকে ১৫ লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করে পরিচালক সায়মন বিশ্বাসের বিভিন্ন বিকাশ নম্বরে পাঠাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনজিওটির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। যে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হয়েছে, তা ভুয়া। সদস্যদের কাছ থেকে উত্তোলনকৃত টাকা মাঠকর্মীদের ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুয়া এনজিও স্বপ্নডানার খুলনা বিভাগীয় প্রধান মেরী বিশ্বাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি না বুঝে খুলনার দায়িত্ব নিয়ে ৪০০ সদস্যের কাছ থেকে টাকা উত্তোলন করে এনজিওর পরিচালক সায়মন বিশাসকে দিয়ে নিজেও প্রতারণার শিকার হয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে জানতে এনজিওর পরিচালক সায়মন বিশ্বাসের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>