ঝিনাইদহের সরকারি শিশু হাসপাতালের শয্যার সংখ্যা ২৫ হলেও প্রতিদিন রোগী থাকে ৮০ থেকে ১০০ জন পর্যন্ত। নেই পর্যাপ্ত চিকিৎসকসহ অন্যান্য জনবল। অক্সিজেন ও ওষুধের সরকারি বরাদ্দ অপ্রতুল। এই অবস্থায় হাসপাতালের নিজস্ব জমিতে আবাদ করা কলা বিক্রির টাকা ও অনুদানে চলে চিকিৎসাসেবা।
ঝিনাইদহ শিশু হাসপাতাল
কলা বিক্রি ও অনুদানের টাকায় চিকিৎসাসেবা
- ♦ ২৫ শয্যায় প্রতিদিন গড়ে রোগী থাকে ১০০ জন ♦ হাসপাতালের জমিতে চাষ করা হয় কলা ♦ ওষুধ ও অক্সিজেনের সংকট প্রবল
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

জানা গেছে, পাঁচজন চিকিৎসকের বিপরীতে কর্মরত তিনজন এবং নার্সের ২১ পদের বিপরীতে ১৭ জন। তবে ফার্মাসিস্ট, দুই মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রধান সহকারী, অফিস সহকারী ও স্টোরকিপারের পদ খালি রয়েছে দীর্ঘদিন ধরে। এ ছাড়া অফিস সহায়ক, ওয়ার্ড বয়, আয়া, মালি, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর কোনো পদ না থাকায় সেখানে অস্থায়ী নিয়োগকৃতদের বেতন দেওয়া হয় অনুদানের টাকায়। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী, চিকিৎসক ও তাদের বন্ধুদের সহায়তায় শয্যা ও যন্ত্রপাতি কেনা হয়েছে।
২০০৫ সালে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় হাসপাতালটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে রাজনৈতিক বেড়াজালে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২১ সালে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে।
শাহানাজ বেগম নামের এক নারী বলেন, ‘আমার দেড় বছরের শিশুর শ্বাসকষ্ট হলে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।
হাসপাতালের প্রধান কনসালট্যান্ট হাসান ফরিদ জামিল বলেন, ‘চিকিৎসা নিতে আসা শিশুদের জন্য কৃত্রিম অক্সিজেনের প্রচুর প্রয়োজন হয়। এতে বছরে প্রায় সাড়ে তিন লাখ টাকা লাগে। সরকারের কাছ থেকে সর্বোচ্চ এক থেকে দেড় লাখ টাকা পাওয়া যায়।
তিনি আরো বলেন, ‘হাসপাতালে রাতের নিরাপত্তার জন্য আলো ও অন্যান্য জিনিস কলা বিক্রির টাকায় কিনেছি। এ ছাড়া ওষুধ কেনা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতা দিতে হয় অনুদানের টাকায়। জনবল ও অন্যান্য সহযোগিতার জন্য সিভিল সার্জন ও সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার আবেদন করা হলেও কাজ হয়নি।’
জেলা সিভিল সার্জন হাদী জিয়া উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘সরকারিভাবে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হয়, তাতে প্রয়োজন পূরণ হয় না। জনবল সংকটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিনিয়ত আমরা লিখিতভাবে জানাচ্ছি। বড় ধরনের নিয়োগ না দিলে এ সংকটের সমাধান হবে না।’
সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সংক্ষিপ্ত
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে ‘মানুষ ও সংস্কৃতি’, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে ‘প্রাইমেট ফেয়ার-২০২৫’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।