ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের ভারী শিল্পপ্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল যান্ত্রিক ত্রুটির কারণে চলতি ২০২৪-২৫ মাড়াই মৌসুম চালুর দ্বিতীয় সপ্তাহে ১৮ ঘণ্টা ব্রেকডাউনের পর স্বল্প পরিসরে শনিবার আখ মাড়াই শুরু হলে রাত ১০.৩৩ মিনিটে মাড়াই আবার বন্ধ হয়ে যায়। গত ১৩ ডিসেম্বর ৮০ হাজার মেট্রিক টন আখ প্রাপ্তি সাপেক্ষে ৮০ কার্যদিবসের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মাড়াই মৌসুম শুরু হয়।
প্রায় চার হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চলতি মাড়াই মৌসুমে আখ মাড়াই শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের ১২ দিনের মাথায় গত বুধবার ভোর রাত থেকে চিনিকলটির আখ মাড়াই বন্ধ হয়ে যায়।