মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সাত দিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ এবং অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে নৌ পুলিশ। গত শুক্রবার বিকেলে চৌহালী উপজেলার যমুনা নদীর চরসলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাটে এই অভিযান চালানো হয়।