আশুলিয়ায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

শিল্পাঞ্চল আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে যা বললেন প্রেসসচিব

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে যা বললেন প্রেসসচিব

 

 

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, আমি সকালে বোতল টোকানোর সময় ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখি। আমি লাশটি দেখে ভয় পেয়ে পাশের মাস্টার প্লাজার সিকিউরিটিকে জানাই।

তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

এছাড়া নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঘুষ নেওয়ার অভিযোগে দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঘুষ নেওয়ার অভিযোগে দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করাতে দুই কারারক্ষীর ঘুষ নেওয়ার অভিযোগে জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী আমিনুল ও কারারক্ষী রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়লে কারা কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়। 

ওই ভিডিওতে দেখা যায়, কারারক্ষী রহিম এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলছেন। সেখানে স্বজনের সঙ্গে দেখা করতে টাকা লাগবে এমন দরদাম করছেন।

এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল কারারক্ষী রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ওই ব্যক্তির কাছ থেকে ৪০০ টাকা গ্রহণ করেন। ভিডিওটি ভাইরালের পর অভিযুক্ত কারারক্ষী আমিনুল ও রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করে বলেন, ওই ভিডিওটি নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

দামুড়হুদায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
দামুড়হুদায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত আলী বক্সের ছেলে। তিনি পেশায় ছানা ব্যবসায়ী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দামুড়হুদা হাসিনা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চুয়াডাঙ্গা-দামুড়হুদা মহাসড়কের হাসিনা মার্কেটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। 

মন্তব্য

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলের কারাদণ্ড

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ জেলের কারাদণ্ড
ছবি: কালের কণ্ঠ

নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুর চরভদ্রাসনের পদ্মা নদীর অভয়াশ্রমে জাটকা ইলিশ ধরার দায়ে ৫ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. জহির মিয়া, মো. নুরুল ইসলাম, মো. বেনু হোসেন, রুহুল আমিন, এবাদত আলী। এদের বাড়ি দোহার ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

 

জাটকা রক্ষার যৌথ অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী মুহাম্মদ শামিম আরেফিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সীসহ চরভদ্রাসন থানা পুলিশ সদস্যরা।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চর ঝাউকান্দা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ২ হাজার মিটার নিষিদ্ধ কোনা জাল, ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ১০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। টাকার অঙ্কে যা প্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ।

তিনি আরও বলেন, জব্দকৃত নৌকা উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় বোডিং মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত কোনা ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


 

মন্তব্য

৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি দুই ভাই আটক

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
৬০০ পিস ইয়াবাসহ মাদককারবারি দুই ভাই আটক
সংগৃহীত ছবি

নেত্রকোনার মদনে ৬০০ পিস ইয়াবাসহ জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩) নামের দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ২ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করেন। 

আটক জাহান মিয়া ও লিজন মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, জাহান মিয়া ও লিজন মিয়া সম্পর্কে আপন দুই ভাই।

তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদককারবারি করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল।  এ সময় তাদের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা, ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরিকার্ড জব্দ করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার হেফাজতে নেওয়া হয়।
 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন জানান, বুধবার রাতে জাহান ও রিজন নামের দুই সহোদর ভাইকে আটক করা হয়েছে। তাদের বসতঘর থেকে ইয়াবা, টাকা ও মোবাইল ফোনসহ তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ