আশুলিয়ায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

শিল্পাঞ্চল আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে যা বললেন প্রেসসচিব

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে যা বললেন প্রেসসচিব

 

 

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, আমি সকালে বোতল টোকানোর সময় ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখি। আমি লাশটি দেখে ভয় পেয়ে পাশের মাস্টার প্লাজার সিকিউরিটিকে জানাই।

তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

এছাড়া নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

৫ দফা দাবিতে কুমিল্লা মেডিক্যাল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
৫ দফা দাবিতে কুমিল্লা মেডিক্যাল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন
ছবি: কালের কণ্ঠ

৫ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কুমিল্লা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে মেডিক্যাল শিক্ষার্থীদের সকল একাডেমিক কার্যক্রম। কুমিল্লা মেডিক্যাল কলেজসহ বেসরকারি আরো তিনটি মেডিক্যাল কলেজেই এর প্রভাব পড়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সারা দিন এ কর্মসূচির কারণে ওই মেডিক্যাল কলেজে সেবা প্রত্যাশীরা বিপাকে পড়েছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজের ১৬০ জন ইন্টার্ন চিকিৎসক কর্ম বিরতিতে থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। বিপুল পরিমাণ রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মেডিক্যাল কলেজের চিকিৎসকগণ।

বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি ৫ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। ৪৮ ঘণ্টায় তাদের দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

এদিকে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর আগে মঙ্গলবার ইন্টার্ন চিকিৎসকরা কুমিল্লা সিভিল সার্জন অফিসে স্মারক লিপি প্রদান করেন।

ইন্টার্ন চিকিৎসক ডা. সাইফুল ইসলাম রাহী, ডা. শায়লা কায়সার এবং মেডিক্যাল শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন ‘বাংলাদেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা চলছে। চিকিৎসাসেবায় গুণগতমান বজায় রাখার জন্য আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরি। সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত স্বাস্থ্য ব্যবস্থাকে আরো দুর্বল করে তুলতে পারে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হবে।

আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রেজা সারোয়ার বলেন, ‘চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ। তারা আমার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য

অবৈধ ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ভাটা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অবৈধ ১৬ ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ভাটা
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে অবস্থিত অবৈধ ১৬টি ইটভাটাকে ২ লাখ টাকা করে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে হিনো, নবাব ও লায়ন নামের তিনটি ভাটার কিলন ও চিমনি এস্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সাহায্যে পানি ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয়। এই ১৬টি ভাটার জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না।

পরিবশে অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে ভাটা ভাঙা ও অর্থদণ্ড আরোপ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) এর ৫(২) ধারাসহ বিভিন্ন ধারা অমান্য করায় ১৬টি ইটভাটা মালিককে দুই লাখ করে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৩টি ইটভাটা ভেঙে দিয়ে বন্ধ করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রতিনিধির উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও র‌্যাবের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর।

 

মন্তব্য

নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মশাল মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মশাল মিছিল
ছবি: কালের কণ্ঠ

সারা দেশে নারী নির্যাতন, নারী নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মশাল মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের উজির আলী স্কুলের সামনে থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, পিসিবির জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বাগচী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলার প্রতিনিধি সাংবাদিক শহীদুল এনাম পল্লব, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা আহ্বায়ক রুবিনা খাতুন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা গণপরিবহনসহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা রুখে দেওয়াসহ সকল নারী বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানান।

কর্মসূচিতে বাসদ, সিপিবি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
সংগৃহীত ছবি

ঝিনাইদহে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মহেশপুরের কুসুমপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও অস্ত্র পাচার শূন্যের কোটায় আনার আলোচনা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম। সময় বিএসএফের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চান্দে রাভনসহ আট সদস্যের একটি দল অংশ নেয়।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘বিএসএফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের সাক্ষাৎ ও বৈঠক হয়েছে। আশা করছি, সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ