ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১

ঢাকা, সোমবার ৩১ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১

জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান
ছবি: কালের কণ্ঠ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেছেন, 'কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, আমি পুলিশকে বলব আরো এ্যক্টিভ হতে।' খুব দ্রুত পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। 

আজ বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

ভোলায় বিএনপির উপর আওয়ামী লীগের হামলা, আহত ১১

ভোলায় বিএনপির উপর আওয়ামী লীগের হামলা, আহত ১১

 

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় আরো জানান, সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে।

সাধারণত ভোররাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন। আশুলিয়া, সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন। এছাড়া কৃষি জমি রক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার।
 

আরো পড়ুন

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬

 

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবিরসহ পুলিশ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

চীনের বিনিয়োগে দেশে হবে আন্তর্জাতিক মানের হাসপাতাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চীনের বিনিয়োগে দেশে হবে আন্তর্জাতিক মানের হাসপাতাল
সংগৃহীত ছবি

চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান।

রবিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক মানের বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে চীন সরকার রাজি হয়। খুব শিগগিরই হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার রোগী প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে যায়। সরকারের পক্ষ থেকে দেশে কেন আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মিত হচ্ছে না, একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি কুনমিং যান। সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়। ওই সময় বাংলাদেশের রোগীদের সুচিকিৎসার্থে সেখানকার কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা যায় কি না সে ব্যাপারে তাকে অনুরোধ করা হয়েছিল।

অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অতি দ্রুত বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ঠিক করেন। তিনি ব্যক্তিগতভাবে সেই চারটি হাসপাতালের একটি ফার্স্ট পিপলস হাসপাতাল পরিদর্শন করেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসা গ্রহণের জন্য সেখানে যায়।

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত বলেন, বাংলাদেশ থেকে চীনের কুনমিং যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগে।

তা ছাড়া হাসপাতালে চিকিৎসার মান ও পরিবেশ অত্যন্ত ভালো।

তিনি আরো বলেন, বাংলাদেশে অত্যন্ত উঁচু মানের হাসপাতাল প্রয়োজন। এ কারণেই চীন সরকারের কাছে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের অনুরোধ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মন্তব্য

ঈদ উপলক্ষে ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদ উপলক্ষে ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ (৩০ মার্চ) সকালে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে তৈরি একটি ভিডিও ক্লিপ প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়।

ভিডিওর ক্যাপশনে প্রধান উপদেষ্টা বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। এই নিরাপদ ও আনন্দময় ঈদে আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশে ১২ লাখেরও বেশি অতিথি দুঃখে দিন কাটাচ্ছেন।

‘আমি দোয়া করি, তারা যেন পরবর্তী ঈদ নিজেদের মাতৃভূমিতে উদযাপন করতে পারেন।’

বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। মিয়ানমারে সহিংস নির্যাতনের শিকার হয়ে তারা কক্সবাজারের শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছেন। নিজ দেশে তাদের কাজ বা শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত।

মন্তব্য

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (৩০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিতকরণসহ সব সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থাকরণ এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

আরো জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা দেওয়ার বিষয়েও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পরিশেষে, সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারির প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

মন্তব্য

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী চীন : ড. খলিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী চীন : ড. খলিল

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফরের বিষয়ে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

 

ড. মুহাম্মদ ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরে প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও তিনি চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেন।

সেখানে চীনের ব্যবসায়িক প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ