পাবনায় পাওনা টাকা দিতে না পারায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ও টাঙ্গাইলে ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—
চাটমোহর (পাবনা) : দোকানে বাকির ১০ হাজার টাকা দিতে না পারায় পাবনার আটঘরিয়ায় নাফিজ কামাল (২৭) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে।
অভিযুক্ত দোকান মালিক হলেন আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়া মহল্লার আমানত আলীর ছেলে জাহিদুল ইসলাম। তিনি আটঘরিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী।
সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকানে বাকিতে নিত্যপ্রয়োজনীয় মালপত্র নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল।
এভাবে নাফিজ কামালের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় জাহিদুল ইসলামের দোকানে। এ নিয়ে নাফিজ কামালের কাছে বেশ কয়েকবার টাকা চেয়েছিলেন কিন্তু তিনি টাকা দেননি।
সোমবার রাতে জাহিদুলের দোকানের সামনে গেলে নাফিজ কামালের সাথে বাকি টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বেরিয়ে জাহিদুল ইসলাম আশপাশে আগে থেকে ওত পেতে থাকা লোকজন নিয়ে নাফিজ কামালকে বেধড়ক মারধর ও উপর্যুপরি ছুরিকাঘাত করে।
তাঁর চিৎকারের স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় সড়কের পাশে ড্রেনে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।