ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

  • টাঙ্গাইল
কাজল আর্য, টাঙ্গাইল
কাজল আর্য, টাঙ্গাইল
শেয়ার
বিলুপ্তির পথে কাঁসা-পিতল শিল্প

টাঙ্গাইলের কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্রের চাহিদা একসময় বেশ ছিল। বিলুপ্তির পথে জেলার প্রসিদ্ধ এই শিল্পটি। একসময় দেশে-বিদেশে এর সুখ্যাতি ছড়িয়ে ছিল। স্থানীয় প্রয়োজন মিটিয়ে রপ্তানি হতো।

বর্তমানে এই শিল্পের সঙ্গে জড়িতরা অন্য পেশায় চলে যাচ্ছেন।

জেলার মগড়া, কাগমারী, নারান্দিয়া ও সাকরাইলসহ কয়েকটি গ্রামে কাঁসা-পিতল শিল্পীরা তৈরি করেন নানা দ্রব্যাদি। একসময় গ্রামগুলোয় শত শত পরিবার কাঁসা ও পিতল শিল্পী ছিলেন। দিনরাত কাঁসা পেটানোর টুং টাং শব্দে গ্রামগুলো মুখর থাকত।

তাঁরা অত্যন্ত নিপুণ কৌশলে নিরলস শ্রম দিয়ে তৈরি করে থাকেন থালা, বাটি, কলসি, গ্লাস, জগ, দনা, ঘটি, বোল, খুন্তি, বাটি, পুতুল, ঝুনঝুনিসহ নানা জিনিসপত্র।

মগড়া ও দশকিয়া এলাকায় দেখা যায়, একসময় ১০৫/২০০টি পরিবার এবং কারখানায় পিতলের জিনিসপত্র তৈরি হতো। এখন এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৫/২০টিতে। এখানে শুধু পিতলের গামলাই তৈরি হয়।

সুদেব, মহাদেব, রনজিৎ, অমূল্য, তপন, স্বপন, সুব্রত, তাপস কর্মকার এই কাজের সঙ্গে যুক্ত আছেন। তবে মগড়া কাংস্যশিল্পের সুনাম ছিল এবং এখনো আছে। মগড়ায় পিতলের কাজের প্রাধান্য রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের ও মেলামাইনের তৈজসপত্রের যুগে এই শিল্পের চরম দুঃসময় চলছে। ফলে এতিহ্যবাহী এই লোকশিল্পটি আজ বিলুপ্তির পথে।

কাঁসার তৈরি জিনিসপত্রের দাম বর্তমানে এত বেশি যে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

স্কুল শিক্ষিকা ও নারী সংগঠক সিমা কর্মকার কালের কণ্ঠকে বলেন, মগড়ার ঐতিহ্যের শিল্পটি আজ হারিয়ে যেতে বসেছে। এর মূল কারণ শিল্পীদের ন্যায্য মজুরি না পাওয়া এবং প্রয়োজনীয় পুঁজি না থাকা।

বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাস বেগম বলেন, সময়ের পরিবর্তনে এই শিল্প বিলুপ্তির পথে। কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আব্দুলাহ আল মামুন বলেন, এই পেশার সঙ্গে জড়িতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফেরির পরীক্ষামূলক যাত্রা প্রথম বাস গেল সন্দ্বীপে

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পরীক্ষামূলক ফেরি সার্ভিসের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাসযাত্রী হয়ে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে পৌঁছল ৪১ জন যাত্রী। এই প্রথম দেশের মূল ভূখণ্ড থেকে যাত্রী নিয়ে কোনো বাস বিচ্ছিন্ন সন্দ্বীপে পৌঁছল। বিকেল ৩টায় সন্দ্বীপের এনাম নাহার মোড়ে যাত্রী নিয়ে পৌঁছে লুসাই পরিবহনের বাসটি। চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর মাঠ থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায় এটি এবং বাঁশবাড়িয়া ফেরি ঘাটে গিয়ে পৌঁছে ১২টা ৪৫ মিনিটে।

পরে দুপুর ১টা ২০ মিনিটে ফেরি কপোতাক্ষতে চড়ে ২টা ২০ মিনিটে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে পৌঁছে সেটি। ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে সন্দ্বীপ চ্যানেলে ফেরি সার্ভিস শুরু হবে।

মন্তব্য

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি ছাত্রী হল হয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, যুদ্ধ বিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা জানাই।

মন্তব্য
সংক্ষিপ্ত

কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
কমলগঞ্জে ‘প্রাইমেট ফেয়ার’ অনুষ্ঠিত
লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যপ্রাণীর উপকারিতাবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন। ছবি : কালের কণ্ঠ

প্রাইমেট বা বানর গোত্রীয় প্রাণীদের পরিচিতি, তাদের বাসস্থান ও সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে মানুষ ও সংস্কৃতি, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি প্রতিপাদ্য নিয়ে প্রাইমেট ফেয়ার-২০২৫ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বাঘমারা বিটের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ মেলায় চা-বাগানের শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। মেলায় বায়োস্কোপের মাধ্যমে শিশু-কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মেলায় উপস্থিত ছিলেন প্রাইমেট ফেয়ারের মূল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া, বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল প্রমুখ।

 

মন্তব্য

মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
মাদক বিক্রির প্রতিবাদ করায় মামলা

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় স্কুলছাত্রসহ ১০ তরুণ-যুবকের নামে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী আবুল কালাম জহিরের বিরুদ্ধে। ছয়টি মাদক মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার লতিফপুর গ্রামের অধিবাসী। লতিফপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, জহির কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। জহিরকে একাধিকবার স্থানীয় লোকজন সাবধান করে মাদক ব্যবসা ছাড়তে বলে।

এতে ক্ষিপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর জহির বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল আদালতে একটি মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ