পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়তে ৩০ হাজার গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে ‘গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়া’ নামের একটি সামাজিক সংগঠন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বটতৈল মোড় ও বারখাদা ত্রিমোহনী পর্যন্ত হাইওয়ে সড়কের আইল্যান্ডে ছয় হাজার বৃক্ষরোপণ করেছে সংগঠনটি। এদিন সকাল ১১টার দিকে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, গ্রিন কুষ্টিয়া-ক্লিন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সদস্য আব্দুল মুঈদ বাবুল, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্জুসহ সংগঠনটির অর্ধশতাধিক কর্মী।