‘গানপাউডার’ ছিটিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক বিভাজকের গাছ পুড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। গত তিন দিনে প্রকাশ্য দিবালোকে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রায় এক কিলোমিটার এলাকার কয়েক শ গাছ জ্বালিয়ে দেওয়া হয়েছে। গত রবিবার থেকে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার হায়দার পোল থেকে ফাল্গুনকরা দিঘি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই কুকর্ম করা হয়েছে।
কুমিল্লা সড়ক ও জনপথ সূত্র জানায়, মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় এক লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির ওপর না পড়ে, সেই জন্য বিভাজকের ওপর লাগানো হয় বিভিন্ন প্রজাতির ফুলগাছ।