সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইজি বাইক চালক এবং বগুড়ার শেরপুরে এক কবিরাজকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আরো দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই কাদের মোড়ল নিহত হয়েছেন।
গতকাল ভোর সাড়ে ৬টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পাখিমারা ইউনিয়নের মৃত খতিব মোড়লের ছেলে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিজি (৪৫) নামের এক ব্যাটারিচালিত ইজি বাইক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাশের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ইসহাক মিজি চাঁদপুরের মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় গ্রেপ্তার সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বাহেরচর গ্রামের প্রয়াত আতাহার হাওলাদারের ছেলে।
শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে আকবর আলী (৫৫) নামের এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চারমাথা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আকবর আলী ধড়মোকাম দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা। এই হত্যাকাণ্ডের সঙ্গে আব্দুল লতিফ (২৮) নামের এক শ্রমিক লীগ নেতা জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি।
রাজবাড়ী : কালুখালীতে নিখোঁজের তিন দিন পর নিরব শেখ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার মাধবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথে পৌর শহরের একটি ফ্ল্যাট থেকে অর্ধঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে পৌর শহরের রামপাশা রোডের রোজিস টাওয়ার নামের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল মুকিত (৩৫) উপজেলার মিরেরচর গ্রামের আবদুশ শহিদের ছেলে।