সড়কে কলেজছাত্রসহ নিহত ১২

প্রিয় দেশ ডেস্ক
প্রিয় দেশ ডেস্ক
শেয়ার
সড়কে কলেজছাত্রসহ নিহত ১২

ফরিদপুরের ভাঙ্গায় মাটিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র এবং সদর উপজেলার কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুরের পুবাইলে দুজন, মুক্তাগাছায় দুজন, কালিহাতীতে দুজন,  যশোরের অভয়নগরে কলেজছাত্র, দিনাজপুরের হাকিমপুরে দুজন এবং পিরোজপুরে ভ্যানচালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত

ময়মনসিংহ : মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

গতকাল রবিবার উপজেলার নতুন বাজার খেলার মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তাগাছার আহমদপুর গ্রামের অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের রাসেল মিয়া (২৫)।

টাঙ্গাইল : কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পাথাইলকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন এলেঙ্গা পৌরসভার অটোচালক হাসেন আলী (৫৫) এবং একই এলাকার সবুজ (১৩)।

ফরিদপুর ও ভাঙ্গা  : গতকাল রবিবার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানের সার্ভিস রোডে মাটিবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র সাব্বির আলী (১৮) নিহত হয়েছেন। এ সময় তাঁর মা মিমি বেগম (৫০) মারাত্মক আহত হয়েছেন।

অন্যদিকে একই দিন ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মো. হানিফ প্রামাণিক (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

গাজীপুর : গতকাল রবিবার সকালে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক সড়কের গাজীপুর মহানগরীর পুবাইলের নিমতলীতে লরিচাপায় ব্যাটারি রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিকশাচালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী সাহেদ সাব্বির (২৫)।

অভয়নগর (যশোর) : অভয়নগরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র আবু বক্কার আলী (১৮) মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

হিলি (দিনাজপুর) : হাকিমপুরে তেলভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে হেলপারসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন চালকের সহযোগী রাসেল ইসলাম (৪৫) এবং চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন (৪০)।

পিরোজপুর : পিরোজপুরে ট্রাকের ধাক্কায় আরিফ (২৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গ্রাহকদের টাকা আত্মসাৎ ৭ জনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
গ্রাহকদের টাকা আত্মসাৎ ৭ জনের বিরুদ্ধে মামলা

রামগঞ্জে প্রতারণা করে সাত নারী গ্রাহকের ৩৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় পোস্টমাস্টার জসিম উদ্দিনসহ সাতজনের নামে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রামগঞ্জ) আদালতে ভুক্তভোগী ফেরদৌসি আক্তার বিউটি এই মামলা করেন। ভুক্তভোগী আরো ছয়জন মামলার সাক্ষী। বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বলেন, বিচারক মোহাম্মদ ইসমাইল ঘটনাটি আমলে নিয়েছেন।

মন্তব্য

ভালুকায় আগুনে পুড়েছে সংরক্ষিত বনের গাছ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
ভালুকায় আগুনে পুড়েছে সংরক্ষিত বনের গাছ

ভালুকায় আগুনে পুড়েছে সংরক্ষিত বনের প্রায় তিন একর বেতবাগান। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশঝাড়। উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের চানপুর এলাকায় গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের চানপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চল। ওই স্থানে বড় বড় গজারি ও সেগুন গাছের নিচে লাগানো আছে বেতবাগান ও বাঁশের ঝাড়। গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সংরক্ষিত ওই বনের গাছ থেকে ঝড়ে পড়া শুকনা পাতায় আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে।
পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই স্থানের প্রায় তিন একর এলাকার বেতবাগান ও ছোট ছোট গাছ।

মন্তব্য
সংক্ষিপ্ত

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলায় মোট ১৯ জন তালিকাভুক্ত আহত রয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে হেলথ কার্ড বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতেষ বিশ্বাস, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল প্রমুখ।

মন্তব্য

২৮ কেজির কাতল ৬৭২০০ টাকায় বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
২৮ কেজির কাতল ৬৭২০০ টাকায় বিক্রি
গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজির কাতল। ছবি : কালের কণ্ঠ

গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকায় পদ্মা নদীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জাল ফেলে মাছ শিকার করছিলেন শওকত হোসেন ও তাঁর সঙ্গীরা। তখন ওই জেলের জালে ধরা পড়ে ২৮ কেজির একটি কাতল মাছ।

পরে জেলে শওকত মাছটি বিক্রি করতে নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় ভাই ভাই নামের এক মাছের আড়তে। এ সময় ৬৭ হাজার ২০০ টাকায় কাতলটি নিলামে বিক্রি করেন জেলে শওকত।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাই ভাই মাছের আড়তে নিলাম ডাকে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ কেজি ওজনের কাতল মাছটি আমি কিনে নেই। পরে মোবাইল ফোনে ভিডিও কলে মাছটি দেখিয়ে ঢাকার একজন শৌখিন মাছ ক্রেতার কাছে সামান্য লাভে আমি বিক্রি করেছি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ