ফরিদপুরের ভাঙ্গায় মাটিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র এবং সদর উপজেলার কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুরের পুবাইলে দুজন, মুক্তাগাছায় দুজন, কালিহাতীতে দুজন, যশোরের অভয়নগরে কলেজছাত্র, দিনাজপুরের হাকিমপুরে দুজন এবং পিরোজপুরে ভ্যানচালক নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—
ময়মনসিংহ : মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
গতকাল রবিবার উপজেলার নতুন বাজার খেলার মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তাগাছার আহমদপুর গ্রামের অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের রাসেল মিয়া (২৫)।
টাঙ্গাইল : কালিহাতীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পাথাইলকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন এলেঙ্গা পৌরসভার অটোচালক হাসেন আলী (৫৫) এবং একই এলাকার সবুজ (১৩)।
ফরিদপুর ও ভাঙ্গা : গতকাল রবিবার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানের সার্ভিস রোডে মাটিবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক কলেজছাত্র সাব্বির আলী (১৮) নিহত হয়েছেন। এ সময় তাঁর মা মিমি বেগম (৫০) মারাত্মক আহত হয়েছেন।
অন্যদিকে একই দিন ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মো. হানিফ প্রামাণিক (৬২) নামের এক পথচারী নিহত হয়েছেন।
গাজীপুর : গতকাল রবিবার সকালে টঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক সড়কের গাজীপুর মহানগরীর পুবাইলের নিমতলীতে লরিচাপায় ব্যাটারি রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিকশাচালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী সাহেদ সাব্বির (২৫)।
অভয়নগর (যশোর) : অভয়নগরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র আবু বক্কার আলী (১৮) মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।
হিলি (দিনাজপুর) : হাকিমপুরে তেলভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে হেলপারসহ দুজন নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন চালকের সহযোগী রাসেল ইসলাম (৪৫) এবং চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার সাব্বির হোসেন (৪০)।
পিরোজপুর : পিরোজপুরে ট্রাকের ধাক্কায় আরিফ (২৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।