ঈদে ঘুরবে নাটকের চাকা?

  • এক বছর হতে চলল নাটকের রমরমা বাজার আর নেই। একের পর এক চেষ্টা চালিয়েও স্পন্সর পাচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, দর্শকও কমছে ক্রমে। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ নিয়ে কেমন প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো? জেনেছেন সুদীপ কুমার দীপ
শেয়ার
ঈদে ঘুরবে নাটকের চাকা?
‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকের শুটিংয়ে ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। নাটকটি মুক্তি পাবে ঈদে

নাটকের বাজার মূলত উৎসবকেন্দ্রিক। বছরের দুই ঈদ, ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পায় বড় তারকা ও পরিসরের নাটকগুলো। তবে গত বছর জুলাই বিপ্লবের পর নাটকের বাজার পড়তে থাকে। গেল ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া বেশির ভাগ নাটকই পায়নি বড় স্পন্সর, অন্যদিকে দর্শকও মুখ ফিরিয়ে নিয়েছে নাটকগুলো থেকে।

এবার রোজার ঈদকে সামনে রেখে আশায় বুক বেঁধেছেন প্রযোজকরা। দেশের শীর্ষ দুই নাটক প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও সুলতান এন্টারটেইনমেন্ট। সিএমভি ভালোবাসা দিবসে প্রতিবছর আট থেকে দশটি নাটক মুক্তি দেয়। এবার মাত্র একটি নাটক—‘মন দুয়ারি’ মুক্তি দিয়েছে তারা।
পুরো ভালোবাসা দিবসে ‘মন দুয়ারি’ই ছিল আলোচনায়, এর মধ্যে এক কোটি ৭৬ লাখ দর্শক নাটকটি দেখেছে। ভালোবাসা দিবসে আরো আটটি নাটক মুক্তির জন্য প্রস্তুত থাকলেও সিএমভি পরে আর কোনো নাটক মুক্তি দেয়নি। অপেক্ষায় আছে ঈদের জন্য। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহেদ আলী পাপ্পু বলেন, ‘অনেক দিন ধরেই স্পন্সর জটিলতায় আছি আমরা।
প্রত্যেক কম্পানির আলাদা পলিসি থাকে। ফলে আমরা যতই বলি না কেন, তারা নিজেদের পলিসি অনুযায়ীই কাজ করবে। আশা করছি, যে ক্ষতিটা হয়েছে গত এক বছরে সেটা এই ঈদে ৫০ শতাংশ হলেও উসুল হবে। আমাদের লক্ষ্য ঈদে ২২টি নাটক মুক্তি দেওয়ার। এমনিতে অন্য বছরগুলোতে আমরা ১৬ থেকে ১৮টা নাটক মুক্তি দিই।
যেহেতু এবার ভালোবাসা দিবসের নাটক থেকে গেছে, সেগুলোও ঈদে মুক্তি দেব।’

নাটকের বাজার একটু পড়তি। তবে এটা হয়ে থাকে। আমরা ঈদে একাধিক নাটক নিয়ে আসব। আমাদের বেশ কিছু নাটক তৈরি আছে। কয়েকটি নাটকের শুটিং শুরু হবে শিগগির -সুলতান মাহমুদ বাবুল, কর্ণধার, সুলতান এন্টারটেইনমেন্ট

পাপ্পু জানান, এখন বেশ কয়েকটি নাটকের শুটিং চলছে। সেগুলোর নাম চূড়ান্ত হয়নি। তবে অভিনয় শিল্পীদের তালিকায় আছেন মুশফিক আর ফারহান, নাজনীন নীহা, ফারুক আহমেদ জোভানসহ অনেকে। প্রতিটি নাটকই বড় বাজেটের। আশা করছেন, স্পন্সর ঠিকঠাকমতো পেলে লগ্নীকৃত অর্থ উঠে আসবে।

এবার ভালোবাসা দিবসে ‘ড. নান্টু’ ও ‘ভালোবাসা সোল্ড আউট’ নামের দুটি নাটক মুক্তি দিয়েছে সুলতান এন্টারটেইনমেন্ট। প্রথমটি ৩৫ লাখ ও পরেরটি ৪১ লাখ দর্শক দেখেছেন। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘নাটকের বাজার একটু পড়তি। তবে এটা হয়ে থাকে। আমরা ঈদে একাধিক নাটক নিয়ে আসব। আমাদের বেশ কিছু নাটক তৈরি আছে। কয়েকটি নাটকের শুটিং শুরু হবে শিগগিরই। আমার বিশ্বাস, ঈদে নাটকের বাজার আবার ফিরে আসবে। আবার আমরা স্পন্সরও পাব।’

‘ব্যাচেলর পয়েন্ট’ প্রযোজনা করে আলোচনায় আসে ধ্রুব টিভি। প্রতিষ্ঠানটি পরে আরো বেশ কিছু সফল নাটক উপহার দিয়েছে। তবে এবার ঈদে তারা কোনো নাটকই নির্মাণ করছে না। প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘আমি নাটক থেকে একটু দূরে আছি। এখন নাটকের বাজার কেমন সেটাও জানি না। শিগগিরই নাটক নির্মাণের পরিকল্পনাও নেই।’

ভালোবাসা দিবসে ‘তোমায় পাব কি’ ও ‘মনেরই রঙে রাঙিয়ে’ মুক্তি দিয়েছিল সিনেমাওয়ালা। এবার ঈদে তিনটি নাটক নির্মাণ করছে তারা। প্রতিষ্ঠানটির কর্ণধার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ভালোবাসা দিবসের অনেকগুলো নাটক তৈরি আছে। ফলে এবার ঈদের জন্য বাড়তি করে শুটিং করছেন না তাঁরা। ঈদে তাদের চ্যানেলে আসবে সোহাগ রানার ‘অগ্নিশিখা’ [অভিনয়ে ইয়াশ রোহান, সিফাত তাহসিন ও তটিনি], সাজ্জাদ হোসেইন বাপ্পীর ‘লাভ মি মোর’ [অভিনয়ে তৌসিফ ও কেয়া পায়েল] নাটকগুলো। রাজ বলেন, “ঈদের জন্য আমি নির্মাণ করছি ‘তোমাদের গল্প’। অভিনয়ে জোভান ও তটিনী। ভালোবাসা দিবসে স্পন্সর ছিল না বললেই চলে। ঈদে হয়তো কিছুটা পেতে পারি। তাও আগের বছরের মতো হবে এটা আশা করা ভুল। নাটক বাজার উঠতে বেশ সময় লাগবে।” গোল্লাছুট এন্টারটেইনমেন্টের কর্ণধার শাহীন কবির টুটুলও এবার ঈদে আশার আলো দেখছেন। তিনিও অন্তত ১০টি নাটক মুক্তি দেবেন বলে জানিয়েছেন।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

ওয়েলকাম টু দ্য ফ্যামিলি

শেয়ার
ওয়েলকাম টু দ্য ফ্যামিলি
‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি’ সিরিজের দৃশ্য

নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে মার্ক অ্যালাজ্রাকির স্প্যানিশ সিরিজ বিয়েনভেনিদোস আ লা ফ্যামিলিয়ার ইংরেজি সংস্করণ ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। গঞ্জালোর মৃত্যু হয় তার মেয়ে ক্রিস্টিনা ও স্ত্রী লুসিয়ানার সামনেই। কিন্তু মরদেহ তারা লুকিয়ে রাখে। প্রতিবেশী, পুলিশ সবার কাছেই খবরটি চেপে যায়।

নেপথ্যে রয়েছে সম্পত্তিজনিত জটিলতা। অভিনয়ে আছেন নোনা কারদোনার, জর্জিনা আমোরোস, ইয়োলান্দা রামোস, আইভান ম্যাসাজ প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

দবির সাহেবের সংসার

শেয়ার
দবির সাহেবের সংসার
‘দবির সাহেবের সংসার’-এ মাহিয়া মাহি ও বাপ্পী চৌধুরী

অভিনয়ে মাহিয়া মাহি, বাপ্পী চৌধুরী, রোজ, আলীরাজ। পরিচালনা জাকির হোসেন রাজু। সকাল ৯টা, এনটিভি।

গল্পসূত্র : অবসরপ্রাপ্ত বিচারক দবির সাহেব বিপত্নীক।

তার দুই মেয়ে। বড় মেয়ে থাকে বিদেশে। ছোট মেয়ে প্রতীক্ষা অল্প বয়সেই হারিয়ে যায়। তার বিশ্বাস প্রতীক্ষা একদিন ঠিকই ফিরে আসবে।
নিজের ও সংসারের দেখাশোনার জন্য কুদ্দুস ও আক্কাসকে নিয়োগ দেয়। পাশের ফ্ল্যাটে কাজের মেয়ে চুমকীর প্রেমে পড়ে দুজনই। দবির সাহেব ও চুমকীর মনরক্ষায় প্রতিযোগিতায় নামে কুদ্দুস ও আক্কাস।

 

 

মন্তব্য
টিভি হাইলাইটস

টকিং মুভিজ

শেয়ার
টকিং মুভিজ

বিবিসি নিউজে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান টকিং মুভিজ। বিশ্ব চলচ্চিত্রের সাপ্তাহিক খবরাখবর তুলে ধরেন সঞ্চালক টম ব্রুক। পাশাপাশি থাকে বিভিন্ন তারকার সাক্ষাৎকার এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ছবির খুঁটিনাটি।

 

মন্তব্য
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

আজ দেবাশীষের অতিথি সালমা

শেয়ার
আজ দেবাশীষের অতিথি সালমা
‘বিশ্বাসে মিলায় বন্ধু’ অনুষ্ঠানের ফাঁকে দেবাশীষ বিশ্বাস ও সালমা

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর নতুন পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। জনপ্রিয় এই গায়িকা বলেছেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। এরই মধ্যে বেশ জমে উঠেছে বিশ্বাসে মিলায় বন্ধু

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ