হা-শো
এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা শো’-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।
হা-শো
এনটিভিতে রয়েছে কৌতুকবিষয়ক রিয়েলিটি শো ‘হা শো’-এর সপ্তম সিজন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হয় অনুষ্ঠানটি। এই সিজনে বিচারক হিসেবে আছেন আমিন খান, শবনম ফারিয়া ও তুষার খান। সঞ্চালনায় আবু হেনা রনি।
আ সেন্স অব কমিউনিটি
আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে অনুসন্ধানী প্রতিবেদন ‘আ সেন্স অব কমিউনিটি’র নতুন পর্ব। এক নারী অলিম্পিয়ান হত্যার রহস্য উন্মোচনে কেনিয়ার ইতেন শহরে পৌঁছেছে অনুসন্ধানী দল। সেখানে তারা খুঁজে পায় লিঙ্গবৈষম্য ও সহিংসতার খবর।
সম্পর্কিত খবর
জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম ও নাজমুন মুনিরা ন্যানিস ২০১২ সালে নোমান রবিনের ‘কমন জেন্ডার’ ছবিতে ‘চাঁদ যেমন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের।
দীর্ঘ ১৩ বছর পর এবার কাজল আরেফিন অমির ‘হাউ সুইট’ ওয়েব ছবিতে গেয়েছেন তাঁরা। ‘মায়া মায়া লাগে’ গানটির একটা অংশ এরই মধ্যে ট্রেলারে প্রকাশিত হয়েছে।
ন্যানিস বলেন, ‘জানুয়ারিতে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। রোমান্টিক গানটা সম্পূর্ণ প্রকাশিত হলে সবার ভালো লাগবে।’
২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মালয়ালম ছবি ‘অফিসার অন ডিউটি’। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল জিতু আশরাফের ছবিটি। গতকাল এটি এসেছে নেটফ্লিক্সে। রাগি পুলিশ অফিসার হরিশঙ্করের পদাবনতি হয়।
অভিনয়ে মান্না, পপি, বাপ্পারাজ। পরিচালনা রায়হান মুজিক। সকাল ৭টা, দীপ্ত টিভি।
গল্পসূত্র : বাবা-হারা দুই সন্তান আপন ও স্বপনকে নিয়ে ঢাকায় আসে তাদের মা।
আগেই জানা গিয়েছিল, ঢাকায় গান শোনাতে আসবেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুস্তাফা জাহিদ। এবার জানা গেল, তাঁর কনসার্টটি অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল। ঢাকার শ্রোতারা তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর পাশাপাশি আরো অনেক গান শুনতে পাবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এক ভিডিও বার্তায় মুস্তাফা জাহিদ বলেন, ‘আমরা ঢাকায় আসছি ভেবে রোমাঞ্চিত! সংগীত সব সময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
আয়োজকরা জানান, এটি শুধু একটি কনসার্ট নয়, সংগীতের এক উদযাপন, যা সীমান্ত পেরিয়ে মানুষের মাঝে অভিন্ন অভিজ্ঞতা ও আবেগের মেলবন্ধন ঘটাবে। কনসার্টের টিকিট শিগগিরই আনলাইনে পাওয়া যাবে। পাকিস্তানে শিল্পী হলেও বলিউডে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মুস্তাফা জাহিদ। এর মধ্যে অন্যতম, ‘তু ফির আও’, ‘জরুরাত’, ‘তেরা মেরা রিশতা’, ‘হাম জি লেঙ্গে’ ইত্যাদি।