বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কিফ ডেভিডসনের সিরিজ ‘ব্যাড ইনফ্লুয়েন্স : দ্য ডার্ক সাইড অব কিডফ্লুয়েন্সিং’। ডকুসিরিজটি নির্মিত হয়েছে বর্তমান সময়ের শিশু ইনফ্লুয়েন্সারদের নিয়ে। অন্তর্জালে জনপ্রিয় মুখ পাইপার রকেল এবং তার মাকে ঘিরে কিছু অভিযোগ নিয়ে সিরিজের বিষয়বস্তু। অভিনয়ে আছেন সয়ার শারবিনো, করিন জয়, সোফি ফার্গি প্রমুখ।