<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রচারে নামিদামি তারকাদের ঝলমলে উপস্থিতি চোখে পড়েছে। সংগীতশিল্পী টেইলর সুইফট থেকে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মতো তারকাখ্যাতিসম্পন্ন ব্যক্তিরা ডেমোক্র্যাট ও রিপাবলিকান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই শিবিরে ভাগ হয়ে পড়েছেন। নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কমলা ও ট্রাম্পের পক্ষে ভোট টানার চেষ্টা চালিয়েছেন তাঁরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টেইলর সুইফট : ডেমোক্র্যাট প্রার্থী কমলার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা টেইলর সুইফট। এই সংগীত তারকার রয়েছে অগণিত ভক্ত। ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্সে তাঁর লাখো অনুসারী। ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে সুইফট লেখেন, এবারের নির্বাচনে তিনি কমলা হ্যারিস ও তাঁর রানিংমেট টিম ওয়ালজকে ভোট দেবেন। তিনি কমলাকে অধিকারের পক্ষে লড়া এক যোদ্ধা হিসেবে অভিহিত করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিয়ন্সে : বতর্মানের আরেকজন জনপ্রিয় সংগীতশিল্পী বিয়ন্সেও কমলার পক্ষে দাঁড়িয়েছেন। তিনি কমলার নির্বাচনী প্রচারে নিজের গান ব্যবহারের অনুমতিও দিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জর্জ ক্লুনি : কমলা হ্যারিসকে প্রথম স্বীকৃতি দেওয়া তারকাদের মধ্যে হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনি অন্যতম। এর আগে তিনিই রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়া জো বাইডেনের সমালোচনায় কলম ধরেছিলেন। নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাইডেনের সরে গিয়ে কমলার প্রার্থী হওয়াকে ক্লুনি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যা দেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরাহ উইনফ্রে : মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব, সঞ্চালক ও বক্তা অপরাহ শিকাগোয় উইনফ্রে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেশনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি দিতে মঞ্চে উঠেছিলেন। তিনি মিশিগানে কমলার জন্য একটি ভার্চুয়াল মিটিং করেন, যেখানে কি না মার্কিন বিনোদন জগতের তারকাদের মেলা বসেছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলিয়া রবার্টস :  হলিউড অভিনেত্রী ও একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী জুলিয়া রবার্টস গত সেপ্টেম্বরে প্রকাশ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেছেন। আজীবন ডেমোক্রেটিক পার্টির সমর্থক জুলিয়া কমলার পক্ষে অপেরাহ উইনফ্রের ভার্চুয়াল মিটিং প্রচারণায়ও যুক্ত হয়েছিলেন। জর্জিয়ায় কমলার নির্বাচনী প্রচারেও যোগ দিয়েছেন হলিউডের এই তারকা অভিনেত্রী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেনিফার লোপেজ : মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজও  কমলা হ্যারিস ও তাঁর রানিংমেট টিম ওয়ালজকে সমর্থন করেছেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদি আমরা সবাই ভোট দিই তাহলে আমাদের দেশের দিকনির্দেশনা নির্ধারণ করতে পারব এবং আমাদের সম্প্রদায়ের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া মার্কিন কৌতুকাভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ক্রিস রক, হলিউড অভিনেতা বেন স্টিলার, তারকা অভিনেত্রী মেরিল স্ট্রিপের মতো খ্যাতনামা তারকারা কমলাকে সমর্থন করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইলন মাস্ক : রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য গলা ফাটানো তারকাদলে ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্কের নাম সর্বাগ্রেই বলা যায়। গত জুলাইয়ের শুরুর দিকেই মাস্ক ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন জানান। ট্রাম্পের জন্য জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছেন মাস্ক। অকাতরে অর্থ ব্যয় করতেও কার্পণ্য করছেন না। ট্রাম্প সমর্থক বাড়াতে তিনি প্রতিদিন ১০ লাখ ডলারের পুরস্কারেরও ঘোষণা দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানইয়ে ওয়েস্ট : মার্কিন র‌্যাপার কানইয়ে ওয়েস্ট ট্রাম্পের সমর্থক। ট্রাম্প প্রথমবার মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পরই ওয়েস্টের সঙ্গে তাঁর সুসম্পর্ক তৈরি হয়। গত ফেব্রুয়ারিতে কানইয়া নির্দ্বিধায় বলেন, তিনি ট্রাম্পকেই এবারের নির্বাচনে সমর্থন দেবেন।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাইক টাইসন : যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মাইক টাইসন দ্ব্যর্থহীন কণ্ঠে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ট্রাম্পের সঙ্গে টাইসনের সুসম্পর্ক অনেক দিনের।  টাইসন তাঁর জীবনের একটি খারাপ সময় ট্রাম্পকে পাশে পেয়েছিলেন। ট্রাম্প যখন প্রথমবার নির্বাচনে দাঁড়ান, তখনই তাঁকে সমর্থন দিয়েছিলেন টাইসন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাল্ক হোগান : গত জুলাইয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেশনে হাজির হয়েছিলেন প্রবীণ রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান। ৭১ বছর বয়সী হাল্ক সেখানে ট্রাম্পকে প্রকৃত আমেরিকান নায়ক হিসেবে অভিহিত করে তাঁর প্রতি নিজের জোরালো সমর্থন তুলে ধরেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : গাল্ফ নিউজ</span></span></span></span></p>