<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে নেমে আসে স্থবিরতা। ক্রিকেট ও ফুটবল সচল থাকলেও বাকি সব খেলা বন্ধ হয়ে যায়। সূচিতে থাকা টুর্নামেন্টগুলো হয়নি, বন্ধ হয়ে যায় ক্যামপও। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে ৪২ ফেডারেশনের সভাপতিদের অব্যাহতি দেয়। এ ছাড়া জেলা-বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা এবং জেলা-বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়। পরে ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর সংস্কার ও পুনর্গঠনের জন্য সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার সেই কমিটির সুপারিশে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নবগঠিত কমিটির মধ্যে আছে হকি, অ্যাথেলটিকস, কাবাডি, দাবার মতো গুরুত্বপূর্ণ ফেডারেশন। নতুন কমিটির অধীনে দ্রুততম সময়ের মধ্যে এসব খেলা মাঠে ফিরবে বলেই আশা করছেন ক্রীড়াবিদরা। তাদের প্রত্যাশা, খেলোয়াড়, কোচ, দর্শকদের নিয়ে আবারও মুখরিত হবে মাঠ। জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় চলছিল অ্যাথলেটিকসের প্রশিক্ষণ ক্যামপ। সভাপতি ও সাধারণ সমপাদক সে সময় না থাকায় অর্থের অভাবে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় ক্যামপ। অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী। পারিবারিক কাজে তিনি এখন পাকিস্তানে আছেন। সভাপতি দেশের বাইরে থাকলেও ফেডারেশনের কাজ ধীরে ধীরে সচল করার চেষ্টা করছেন কমিটির অন্য সদস্যরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখনো সেনাবাহিনীর ক্যামপ চলছে। ফলে অ্যাথলেটিকস ফেডারেশন তাদের কার্যক্রম পুরোদমে শুরু করতে পারছে না। এর পরও জাতীয় অ্যাথলেটিকসকে মূল পরিকল্পনায় রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জানালেন সাধারণ সমপাদক শাহ আলম, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের রুমগুলোতে সেনাবাহিনী অবস্থান করায় কোনো রকমে একটি রুমে বসে মোটামুটি কাজ এগিয়ে নিচ্ছি। গত তিন-চার মাস কোনো কার্যক্রম ছিল না। আমরা জরুরি ভিত্তিতে একটি সভা ডাকব। এরপর আমাদের কার্যক্রম, বিশেষ করে জাতীয় অ্যাথেলটিকস দ্রুততম সময়ের মধ্যে শুরু করে দেব। এটা খুব দরকার এখন। এখানে যারা ভালো করবে এবং প্রতিভাবান, তাদের নিয়ে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ক্যামপ চালু করার ইচ্ছা আমাদের। এটাই এখন আমাদের প্রথম কাজ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হকিতেও ফিরছে ব্যস্ততা। এশিয়া কাপ খেলতে ২৩ তারিখে ওমান যাচ্ছে ছেলেদের অনূর্ধ্ব-২১ দল। এরপর ৪ ডিসেম্বর যাবে মেয়েদের দলও। দুটি দলই প্রশিক্ষণ নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। তবে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এত দিন ছিল সুনসান নীরবতা। স্টিক-বলের চেনা শব্দ শোনা যায় না অনেক দিন হয়ে গেল। নতুন কমিটি দায়িত্ব নিয়েই স্টেডিয়াম পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সভা করে আগামী কার্যক্রম কেমন হবে তা চূড়ান্ত করা হবে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সমপাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল ইসলাম, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা একটা সভা করব। সেখানে সব কিছু নিয়ে আলোচনা হবে। এখন কী আছে, ভবিষ্যতে কী কী খেলা আছে এবং কিভাবে আমরা এগোতে পারি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এগুলো নিয়েই আলাপ-আলোচনা হবে। আমাদের চেষ্টা থাকবে, যত দ্রুত ভালো কিছু করা যায়। হকির জনপ্রিয়তা ফিরিয়ে আনাও আমাদের লক্ষ্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কাবাডি ফেডারেশনের নতুন কমিটি আগামী সপ্তাহে সভা করে তাদের কার্যক্রম কী হবে সেটা চূড়ান্ত করবে বলে জানিয়েছেন সাধারণ সমপাদক নেওয়াজ সোহাগ। দাবা ফেডারেশনও কমিটির নির্বাহী সভার মাধ্যমে পথপরিক্রমা চূড়ান্ত করবে।</span></span></span></span></p>