ক্রীড়া প্রতিবেদক : নতুন প্রেক্ষাপটে এবারের বিপিএল নতুনত্বে সাজানোর পরিকল্পনা ছিল। কিন্তু তামিম ইকবালের চোখে কোনো নতুনত্ব ধরা পড়েনি। বরং ব্যয়বহুল কনসার্টের চেয়ে মাঠের ক্রিকেটে বিনিয়োগকে বেশি জরুরি মনে করেন ফরচুন বরিশালের অধিনায়ক। মিরপুর স্টেডিয়ামের বাইরে তখন কাউন্টারে টিকিট বিক্রির দাবি নিয়ে সোচ্চার একদল মানুষ।
মাঠের দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের

বিপিএলের টিকিট নিয়ে বরাবরই হৈচৈ হয়। এবারও হয়েছে।
জানবে কী করে? টিকিট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি।

শুধু টিকিট নয়। অব্যবস্থাপনা আছে আরো। ফটোশুট তো দূরে থাক, শেষ মুহূর্তে এসে অধিনায়কের নাম ঘোষণা করেছে বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটার দলে ভেড়ানোর প্রক্রিয়াও চলছে একই কায়দায়। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কোনো রাগঢাক না রেখে বলেই দিলেন, ‘কনসার্ট ছাড়া আমি অন্য রকম কিছু দেখি না। অন্য রকম বিপিএল যদি আমাদের করতে হয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। বিনিয়োগ করলে তখন আমরা বলতে পারব, এটা নতুন বিপিএল।’
তবে এর বাইরে ক্রিকেটারদের দায়িত্বের জায়গাও মনে করিয়ে দিতে ভোলেননি তামিম, ‘ক্রিকেটটা কেমন হবে তা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে, তার ওপর। এটা যারা আয়োজক তাদের হাতে থাকবে না। তাদের হাতে থাকে সেরা সুযোগ-সুবিধা, সেরা উইকেট, সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও সেরা প্রযুক্তি নিশ্চিত করা। কিন্তু তারা এটা সিদ্ধান্ত নিতে পারবে না খেলা ২০০ রানের হবে, নাকি ৬০ রানের হবে। এটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে।’ তা নিতে পারবেন তো ক্রিকেটাররা?
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।