ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২০ রমজান ১৪৪৬

মাঠের দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের

শেয়ার
মাঠের দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদের
ছবি : মীর ফরিদ

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/30-12-2024/2/kalerkantho-sp-1a.jpgক্রীড়া প্রতিবেদক : নতুন প্রেক্ষাপটে এবারের বিপিএল নতুনত্বে সাজানোর পরিকল্পনা ছিল। কিন্তু তামিম ইকবালের চোখে কোনো নতুনত্ব ধরা পড়েনি। বরং ব্যয়বহুল কনসার্টের চেয়ে মাঠের ক্রিকেটে বিনিয়োগকে বেশি জরুরি মনে করেন ফরচুন বরিশালের অধিনায়ক। মিরপুর স্টেডিয়ামের বাইরে তখন কাউন্টারে টিকিট বিক্রির দাবি নিয়ে সোচ্চার একদল মানুষ।

এই ডামাডোলের মধ্যে আজ বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।

বিপিএলের টিকিট নিয়ে বরাবরই হৈচৈ হয়। এবারও হয়েছে।

ঘটনার শুরু গতকাল সকালে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশের বুথে টিকিটের জন্য দর্শকদের বিশাল লাইন। কিন্তু বুথ কখন খুলবে কিংবা টিকিট কিভাবে সংগ্রহ করবেসেটি তখনো তাদের অজানা।

জানবে কী করে? টিকিট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি।

সময়ের সঙ্গে তাই উত্তেজনা বেড়ে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে তা রূপ নেয় ভুয়া, ভুয়া স্লোগানে। এই সময় অল্প দূরত্বে থাকা একাডেমি মাঠে অনুশীলন করছিল বিপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। নিরাপত্তা রক্ষায় মূল ফটক বন্ধ করে দিতে বাধ্য হন রক্ষীরা। তাতেও রক্ষা হয়নি। দর্শকদের প্রবল ধাক্কাধাক্কিতে এক পর্যায়ে ফটক খুলে যায়।
পুলিশ অবশ্য কিছুক্ষণের মধ্যেই সেটির https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/12 December/30-12-2024/2/kalerkantho-sp-1a.jpgনিয়ন্ত্রণ নেয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট সংগ্রহের বিষয়টি পরিষ্কার করে বিসিবি। পরে এর দায় স্বীকার করে নেন নাজমুল আবেদিন, দায়ভার তো আমাদেরই নিতে হবে। এটা সহজ হিসাব। যারা খেলা দেখতে আগ্রহী বা খেলা দেখতে চায়তাদের কাছে তথ্যটা আরো আগে পৌঁছে দেওয়ার দরকার ছিল। না দেওয়ার দায়টা আমাদের। আগের মতো (বিপিএলের আগের আসরগুলো) না হলে ভালো হতো। টিকিটের সঙ্গে অবশ্য ব্যাংক এবং স্টেকহোল্ডাররাও জড়িত। যারা মানুষের কাছে তথ্যটা পৌঁছে দেবে। এখানে কোথাও দেরি হয়েছে। এই দায়টা তো কাউকে দেওয়া যাবে না, দায়টা ক্রিকেট বোর্ডের। তো সেটা মাথা পেতে নিচ্ছি। 

শুধু টিকিট নয়। অব্যবস্থাপনা আছে আরো। ফটোশুট তো দূরে থাক, শেষ মুহূর্তে এসে অধিনায়কের নাম ঘোষণা করেছে বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটার দলে ভেড়ানোর প্রক্রিয়াও চলছে একই কায়দায়। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কোনো রাগঢাক না রেখে বলেই দিলেন, কনসার্ট ছাড়া আমি অন্য রকম কিছু দেখি না। অন্য রকম বিপিএল যদি আমাদের করতে হয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। বিনিয়োগ করলে তখন আমরা বলতে পারব, এটা নতুন বিপিএল।

তবে এর বাইরে ক্রিকেটারদের দায়িত্বের জায়গাও মনে করিয়ে দিতে ভোলেননি তামিম, ক্রিকেটটা কেমন হবে তা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে, তার ওপর। এটা যারা আয়োজক তাদের হাতে থাকবে না। তাদের হাতে থাকে সেরা সুযোগ-সুবিধা, সেরা উইকেট, সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও সেরা প্রযুক্তি নিশ্চিত করা। কিন্তু তারা এটা সিদ্ধান্ত নিতে পারবে না খেলা ২০০ রানের হবে, নাকি ৬০ রানের হবে। এটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। তা নিতে পারবেন তো ক্রিকেটাররা?

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট

টেন ৫

ফুটবল

প্রিমিয়ার লিগ

আর্সেনাল-লিভারপুল

হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২

ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ নামছেন জহির

শেয়ার
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।

গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। হিট পার হয়ে সেমিফাইনালে ওঠাটাই জহিরের প্রথম পরীক্ষা। ৩ নম্বর হিটে হন্ডুরাস, ব্রাজিল, বাহামা, জাপান ও হাঙ্গেরির স্প্রিন্টারের বিপক্ষে দৌড়াবেন তিনি। জহির ইরানে এশিয়ান ইনডোরে রুপা জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড টাইমিং নিয়ে।
প্রতি হিটের সেরা দুজন ও টাইমিংয়ের দিক দিয়ে পরের সেরা আরো দুজনসহ মোট ১২ জন উঠবেন সেমিফাইনালে। বিকেলের সেশনেই হবে সেমিফাইনাল।

মন্তব্য

হকিতে ফাইনালে ওঠার লড়াই

শেয়ার
হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।

গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।

স্বাভাবিকভাবেই তাদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ দল হিসেবে শেষ চারে উঠেছে দলটি। চার খেলায় ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে যশোর।
চ্যাম্পিয়ন হয়ে দলটি বিকেএসপিকে এড়িয়েছে বলাই যায়। গ্রুপে বিকেএসপির পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয় কিশোরগঞ্জ। ৯ পয়েন্ট ছিল অবশ্য ঠাকুরগাঁও, ঝিনাইদহেরও। গোল ব্যবধানে তাদের পেছনে ফেলে যশোরের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে তারা।

এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ