বাকি তিন সেমিফাইনালিস্টই গিয়ে বসেছিল দুবাইয়ে, যে কারণে দ্বিতীয় সেমিফাইনালের দুই দিন আগেও ভূতুড়ে নীরবতা বিরাজ করছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের চারপাশে। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ে এখানে ফাইনাল হওয়ার সম্ভাবনাও বিলীন হয়ে যাওয়ায় কাল থেকে আবার সেই সুনসান চারদিক। তাই বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হেড অব মিডিয়া সামিউল হাসান এটি মানতেও আপত্তি করলেন না, ‘হ্যাঁ, ফাইনালটি আমরা পেলাম না। তবে এটি বলারও সুযোগ নেই যে শ্রেয়তর দল ফাইনালে যায়নি।
শিরোপায় রাঙানো শেষ উইলিয়ামসনের?

কিন্তু তারা পাকিস্তানে আসবে না বলে সব ম্যাচ দুবাইয়ে খেলে সেখানে এমন থিতু হয়ে গেছে যে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে আলোচনাও জোরদার। লাহোরে গত পরশু দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৯ মার্চের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও একই প্রসঙ্গে তটস্থ করে ফেলা হলো। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করা এই অভিজ্ঞ ব্যাটার এমনিতেই আপাদমস্তক ভদ্রলোক হিসেবে পরিচিত।
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিমূলক ত্রিদেশীয় সিরিজ লাহোরেই জেতা দলটি এখানকার অভ্যস্ততা ভুলে এখন রবিবারের ফাইনালের উত্তেজনায় টগবগ করে ফুটছে। ফোটারই কথা।
উইলিয়ামসন ঠিক লুফেও নিলেন না, আবার ফেলেও দিলেন না, ‘সে তো অনেক দিন আগের কথা। দেশের জন্য দারুণ জয় তো বটেই।
মোহাম্মদ সামির একটি মাত্র ফুলটস মিস করে বোল্ড হয়ে স্টিভেন স্মিথ নিজের ওয়ানডে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন বলে ধারণা। ব্যর্থতার চ্যাম্পিয়নস ট্রফি থেকে দেশে ফিরে ওয়ানডে থেকে অবসরে গেছেন বাংলাদেশের মুশফিকুর রহিমও। এঁদের তুলনায় উইলিয়ামসন আলাদা। ওয়ানডে থেকে এখনই অবসরে না গেলেও শিরোপায় নিজের শেষ চ্যাম্পিয়নস ট্রফি রাঙানোর সুযোগ তাঁর সামনে। তা-ও আবার ফর্মের তুঙ্গে থেকে। এই কিউই ব্যাটারের কাছে অবশ্য এই মুহূর্তে ট্রফির চেয়ে মূল্যবান আর কিছুই নয়। প্রোটিয়াদের হারানোর পর বলা কথায় তা মনে হতে বাধ্য, ‘এটি আমার শেষ হোক বা না হোক, ট্রফি জেতার চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না।’
দু-দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারা উইলিয়ামসনের চেয়ে ভালো আর তা কে বোঝে!
সম্পর্কিত খবর

টিভিতে

ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।
টি স্পোর্টস

ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।
আজ নামছেন জহির

ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।

হকিতে ফাইনালে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।