ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
ব্রাদার্স ইউনিয়ন-গুলশান ক্রিকেট ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
ব্রাদার্স ইউনিয়ন-গুলশান ক্রিকেট ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।সম্পর্কিত খবর
ফুটবল
উয়েফা নেশনস লিগ
তুরস্ক-হাঙ্গেরি
সরাসরি, রাত ১১টা, টেন ১
আর্মেনিয়া-জর্জিয়া
সরাসরি, রাত ১১টা, টেন ২
নেদারল্যান্ডস-স্পেন
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৩
ক্রোয়েশিয়া-ফ্রান্স
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ১
ডেনমার্ক-পর্তুগাল
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ২
ইতালি-জার্মানি
সরাসরি, রাত ১-৪৫ মিনিট, টেন ৫
বিশ্বকাপ বাছাই, আফ্রিকা অঞ্চল
মোজাম্বিক-উগান্ডা
সরাসরি, সন্ধ্যা ৭টা, ফিফা+
জিম্বাবুয়ে-বেনিন
সরাসরি, রাত ১০টা, ফিফা+
কেপ ভার্দে-মরিশাস
সরাসরি, রাত ১০টা, ফিফা+
।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। দ্বিতীয় ধাপে যোগ হয় আরো সাতটি ফেডারেশন। এবার নতুন করে আরো পাঁচটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
রাগবি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে খন্দকার জামিল উদ্দিন ও মৌসুম আলীর স্থলাভিষিক্ত হয়েছেন আবদুল্লাহ আল জহির ও আখতার জামান। হ্যান্ডবলে দীর্ঘ ৩৩ বছরের পথচলা থেমেছে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরের। তাঁর জায়গা নিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। সভাপতি করা হয়েছে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদকে।
আগামী সেপ্টেম্বরে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আগামী ৩ এপ্রিল সকালে পাকিস্তানের লাহোরের উদ্দেশে দেশ ছাড়বেন নিগার সুলতানারা। তার আগে ঢাকায় দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবেন মেয়েরা। আগামীকাল প্রধান কোচ সারওয়ার ইমরানের কাছে রিপোর্টিং করার কথা আছে ক্রিকেটারদের, শনিবার থেকে ফিটনেস-স্কিল অনুশীলন, যা ২ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানা গেছে।
নারী দলের টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানান, এই ক্যাম্পের মধ্যে আসন্ন ঈদুল ফিতরের বিরতি থাকবে দুদিন।
রাত পোহালেই কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাসিলিয়ায় এই ম্যাচ খেলে সেলেসাওরা উড়ে যাবে আর্জেন্টিনায়। বাংলাদেশ সময় ২৬ মার্চ ভোরে বুয়েনস এইরেসে লিওনেল মেসির দেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে দোরিভাল জুনিয়রের দল। এই দুটি দ্বৈরথের ফল অনুকূলে এলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে সেলেসাওরা।
কলম্বিয়া এবং আর্জেন্টিনা—দুটি ম্যাচকে ঘিরে তাই সমান মনোযোগ ব্রাজিলের। ‘সুপার ক্লাসিকো’ নিয়ে আলাদা নজর না দিয়ে একটি একটি ম্যাচ নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সেলেসাওরা। মিডফিল্ডার ব্রুনো গিমারেসের কাছে তো আর্জেন্টিনার চেয়েও কলম্বিয়ার ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ, ‘দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে আমরা একটি করে ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছি।
এমন গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ দর্শক সারিতে বসে দেখতে হবে নেইমারকে।
এই মুহূর্তে ব্রাজিলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে লাতিন বাছাইয়ে চার নম্বরে আছে কলম্বিয়া। তবে তাদের বিপক্ষে রেকর্ড দুর্দান্ত সেলেসাওদের। ২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ নিজেদের মাঠে সর্বশেষ ১৪ ম্যাচে কলম্বিয়ার কাছে কোনো ম্যাচ হারেনি নেইমারের দেশটি। লাতিন অঞ্চলের বাছাইয়ে বর্তমান পাঁচ নম্বরে আছে প্রতিটি বিশ্বকাপে খেলা একমাত্র দেশ ব্রাজিল। এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ সালের বিশ্বকাপে। সপ্তম দলের সামনেও সুযোগ আছে প্লে অফ মাড়িয়ে সেরা ছয়ের সঙ্গী হওয়ার। সে জন্যই বলা হচ্ছে বর্ধিত কলেবরের বিশ্বকাপের সবচেয়ে সুবিধাভোগী সম্ভবত লাতিন আমেরিকার দেশগুলো। ইএসপিএন