প্রথমবার সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ গেল ফেরি, খুশি দ্বীপের মানুষ

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
শেয়ার
প্রথমবার সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ গেল ফেরি, খুশি দ্বীপের মানুষ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রথমবার ফেরি ‘কপোতাক্ষ’ গেল বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে। বুধবার (১৯ মার্চ) দুপুরে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। এ পরীক্ষামূলক যাত্রা শেষে আগামী ২৪ মার্চ এ রুটে ফেরি চলাচল আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা সন্দ্বীপে যাতায়াতের অন্যতম রুট সীতাকুণ্ড-সন্দ্বীপের ১৮ কি. মি. সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের।

দ্বীপের মানুষ এই একটি দাবিতে সংশ্লিষ্ট মহলে ধরনা দিতে দিতে ক্লান্ত ছিলেন। এমনি অবস্থায় সন্দ্বীপের সন্তান মুহাম্মদ ফাওজুল কবির খান বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার পর এলাকার মানুষের প্রাণের দাবিটি পূরণে সক্রিয় হয়ে নামেন। তিনি দ্রুততার সঙ্গে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপের গুপ্তছড়া পাড়ে ঘাট নির্মাণের কাজ শুরু করেন। বিগত কয়েক মাস কাজ শেষে সম্প্রতি উপদেষ্টা ফাওজুল কবির সীতাকুণ্ড ও সন্দ্বীপের ঘাট নির্মাণের কাজ পরিদর্শন করেন এবং ফেরির যাত্রীদের সরাসরি ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি বাস সার্ভিস চালুর প্রক্রিয়া শুরু করেন।
একই সঙ্গে এগিয়ে চলে ফেরি ঘাটের কাজ।

কয়েকদিন আগে বিআইডব্লিউটিএর চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামানসহ একটি দল ঘাট পরিদর্শন করেন। তিনি জানান, ১৯ মার্চ পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হবে।

সেই পরিকল্পনা অনুসারে গতকাল বুধবার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে দুপুর ২টার দিকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু করা হয়।

এ যাত্রায় নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র চট্টগ্রামের উপ-পরিচালক মো. কামরুজ্জামান। তিনি ২১ সদস্যের একটি দল নিয়ে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে প্রথমবার ‘কপোতাক্ষ’ নামক ফেরি নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেন। এ যাত্রা প্রসঙ্গে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক (চট্টগ্রাম) মো. কামরুজ্জামান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের নির্দেশনায় দ্রুততার সঙ্গে ফেরি সার্ভিস চালুর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ লক্ষে ফেরিঘাট নির্মাণ কাজ এগিয়ে চলে। সন্দ্বীপ থেকে যাত্রীরা ফেরিতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করবেন।

প্রত্যাশা মতোই ১৯ মার্চ পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল উদ্বোধন করা হবে।

এদিকে সুদীর্ঘকাল পর নিজেদের স্বপ্ন পূরণের খুব কাছে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সন্দ্বীপের মানুষ। পরীক্ষামূলক যাত্রায় ফেরির এক যাত্রী মো. আব্দুল কাদের মানিক বলেন, আমাদের দীর্ঘকালের দাবি ছিল সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ নৌপথে গুপ্তছড়া ঘাট ফেরি চালু করা। দীর্ঘকাল পরে হলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপবাসীর দুঃখ-দুর্দশার কথা শুনে ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করায় সন্দ্বীপের লাখ লাখ মানুষ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিন পরীক্ষামূলক যাত্রায় ফেরি ইনচার্জ মাস্টার মো. শামসুল আলম সাইফুল বলেন, ফেরি না থাকায় সন্দ্বীপের মানুষের করুণ চিত্র আমি কাছ থেকেই দেখেছি। সাগরে যখন ভাটা পড়ে ঠিক তখন স্পিডবোট ঘাটের কাছে যেতে পারে না। কাঁদা মাটি মারিয়ে পানিতে নেমে ভিজে আসতে হতো। এই ফেরি চালু হলে তারা এই কষ্ট থেকে মুক্তি পাবেন। এদিকে এ সার্ভিসটি যেন কোনো ষড়যন্ত্রে বন্ধ না হয়ে যায় সেটিই প্রত্যাশা করেছেন সন্দ্বীপের গাছুয়ার বাসিন্দা মো. রবিউল, হানিফসহ এলাকাবাসী।

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহেরীর সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহেরীর সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ও.আর নিজাম রোড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর একজন সদস্য গ্রেপ্তার করেছ পুলিশ। এ সময়  ৯টি বিভিন্ন সাইজের ব্যানার, ফেস্টুন ও পোস্টার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার আবদুল্লাহ আল ফাইয়াজ (২৪)  মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর উলাই’য়াহ্ বাংলাদেশ সদস্যরা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়া ও.আর নিজাম রোড থেকে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়া মিছিল করে জিইসি মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহেরীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য

নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
শেয়ার
নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ৫ আগস্ট ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার পূর্বে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে।

দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যারা দেশে আছেন ও বাড়িতে শান্তিতে আছেন তারা ভুলেও উস্কানিতে পা দেবেন না।

আপনারা যারা অন্যায় করেননি, বা লুটপাট করেননি, তাদেরকে হয়রানি করা হবে না। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই। আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আর নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।
মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে ও দেশের উন্নয়ন হবে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে রামপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। 

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই।

বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, সেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন ও শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

খুলনায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ, সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ, সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া
সংগৃহীত ছবি

রাস্তার মোড়ে মোড়ে পুলিশের টহল। ঈদের কেনাকাটা তখনো চলছে। বরাবরের ন্যায় নগরীর সাত রাস্তার মোড়ে আছে মানুষের জটলাও। এমন এক ব্যস্ততম নগরীতে রাত পৌনে ১১টার দিকে ঘটে গেল সন্ত্রাসীদের মহড়া।

কোনো কিছু বুঝে ওঠার আগেই ৮/১০টি মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীরা সাত রাস্তা মোড়ের বিএমএ ভবনের সামনে এসে মোটরসাইকেলগুলো থামিয়ে ফাঁকা গুলি ছুড়ে পিটিআই মোড়ের দিকে চলে যায়।

এ ছাড়া একটি ককটেলও বিস্ফোরণ ঘটায় তারা। আচমকা এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাটি শুক্রবার (২১ মার্চ) রাতের।

 

ঘটনাস্থল থেকে পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রধারীরা তাৎক্ষণিক কয়েকটি গুলির খোসা কুড়িয়ে নিয়ে যায়। 

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হুমায়ুন কবির, খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুমসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এ ঘটনা কেন বা কারা ঘটিয়েছে সেটি জানাতে পারেনি পুলিশ।

 

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম কালের কণ্ঠকে বলেন, ঈদকে সামনে রেখে এমনিতেই নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে ফাঁকা গুলি ও ককটেল হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মন্তব্য
কুমিল্লায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কুমিল্লার চার সাংবাদিককে মারধর, ফাঁকা গুলি

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কুমিল্লার চার সাংবাদিককে মারধর, ফাঁকা গুলি
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’র সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা চার সাংবাদিককে মারধর ও একটি কক্ষে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে বলে জানা গেছে। 

এদিকে  ঘটনার পর কুমিল্লায় কর্মরত সব সাংবাদিকরা কুমেকের জরুরি বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এবং ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান। এই ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পূবালী চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে কুমিল্লায় কর্মরর্ত সাংবাদিকরা।

আগামী ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানায় সাংবাদিক নেতারা।  

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭ম তলায় এ ঘটনা ঘটে। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। 

আহত সাংবাদিকরা হলেন- যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, চ্যানেল ২৪ কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জাহিদুর রহমান, যমুনা টিভি ক্যামেরাপার্সন জিহাদুল ইসলাম সাকিব ও ইরফান।

 

ভুল চিকিৎসায় নিহত পারুলের স্বজন সাইফুল মাহিন জানান, আমার খালা ৭ম তলার একটি ওয়ার্ডে ভর্তি ছিলেন। পরে ওই ওয়ার্ডের কর্তব্যরত  চিকিৎসক একজনের অন্য আরেকজনের ইনজেকশন  আমার খালাকে পুশ করে পরে দুই মিনিটের মধ্যে আমার খালা মারা যায়। এই খবর পেয়ে সাংবাদিক এলে ওয়ার্ডের চিকিৎসক ও বাহির থেকে আসা মেডিক্যালের ছাত্র ও ইন্টার্ন চিকিৎসকরা তাদের মারধর করে একটি রুমে আটকে রাখে। তাদের হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প, লাঠি ও পাইপ ছিল।

 

আহত যুমনা সাংবাদিক রফিকুল ইসলাম খোকন বলেন, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের স্ত্রী ওয়ার্ডে ভুল ইনজেকশন ব্যবহার করার কারণে কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকার পারুল নামে এক রোগীর মৃত্যু হয়। ‘ভুল চিকিৎসায় ‘ ওই নারীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থল কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে যমুনা টেলিভিশন ও চ্যানেল ২৪-এর সাংবাদিকরা যান। এ সময় ভবনের চারতলায় উঠলেই ইন্টার্ন চিকিৎসকরা সংবাদ সংগ্রহ করতে বাধা দেন। 

একপর্যায়ে তারা বহিরাগত আরো ছাত্র ও চিকিৎসককে খবর দেন। তারা এসে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং দুটি ক্যামেরা, মাইক্রোফোন, ট্রাইপড ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে এবং আমাদেরকে একটি রুমে আটকে রাখে।

এ ঘটনার পর হাসপাতালের ভেতরে আরো উত্তেজনা সৃষ্টি হলে যৌথবাহিনী পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। 

যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন জিহাদুল ইসলাম সাকিব জানান, আমরা ‘ভুল চিকিৎসা’য় রোগীর মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে সেখানে যাই। যাওয়ার পথেই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। তাদের সবার হাতে স্ট্যাম্প, লাঠি ও পাইপ ছিল। তারা থেমে থেমে কয়েক দফায় হামলা চালায়। 

এ ব্যাপারে জানতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ডা. মাসুদুর রহমান একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ