বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হচ্ছে আগামী ১৯ মার্চ। এ লক্ষ্যে নির্মাণকাজ খুব দ্রুত এগিয়ে চলছে।
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার নৌপথ পারাপারে কোনো ফেরি সার্ভিস না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন লাখ লাখ মানুষ।
এই উপজেলার বাসিন্দা ফাওজুল কবির খান বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় নিজ এলাকার লাখ লাখ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এ রুটে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিয়ে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেন।
যা এরই মধ্যে শেষ হওয়ার পথে। কয়েক দিন আগে উপদেষ্টা ফেরিঘাট পরিদর্শনে এসে জানান, মার্চের মধ্যেই এই ঘাটে ফেরি চলাচল শুরু করার লক্ষ্যে কাজ চলছে।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. আফজাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, বাঁশবাড়িয়া (সীতাকুণ্ড), সন্দ্বীপ (গুপ্তছড়া) ফেরিঘাট ও ফেরি সার্ভিস জনস্বার্থে পরীক্ষামূলকভাবে সম্ভাব্য আগামী ১৯ অথবা ২০ মার্চ বিআইডব্লিউটিসি কর্তৃক পরিচালিত হবে।
ওই নৌপথে ফেরি সার্ভিস পরিচালনার ট্রায়াল ট্রিপ সম্পন্ন করার লক্ষ্যে বিআইডব্লিউটিসির ফুয়েল সেলের নির্বাহী প্রকৌশলী গোলাম মাওলা, ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান ও ব্যবস্থাপক (মেরিন) মোহাম্মদ হানিফকে ফেরিতে অন বোর্ড থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের মহাব্যবস্থাপক বাপ্পি কুমার অধিকারীর নেতৃত্বে ফেরি চলাচলের সময়সূচি নির্ধারণের জন্য গঠিত কমিটির সঙ্গে আলোচনা করে ট্রায়াল ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর চট্টগ্রামের উপপরিচালক মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ১৭ মার্চ প্রাথমিক ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন। ১৯-২০ মার্চ চূড়ান্তভাবে কাজ শেষ করবেন। আগামী ২৪ মার্চ ফেরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা আছে।