ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া রুটে চল‌বে ১৭ ফেরি ও ২২ লঞ্চ

রাজবাড়ী প্রতিনি‌ধি
রাজবাড়ী প্রতিনি‌ধি
শেয়ার
ঈদে দৌল‌ত‌দিয়া-পাটু‌রিয়া রুটে চল‌বে ১৭ ফেরি ও ২২ লঞ্চ

আসন্ন প‌বিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্নে করতে এবার দৌলতদিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে চলাচল কর‌বে ১৭টি ফে‌রি ও ২২টি লঞ্চ। 

আরো পড়ুন
ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

ভারতে হোলি উৎসবে হামলার এই ভিডিও নিয়ে যা জানা গেল

 

সোমবার বেলা ১১টার দি‌কে রাজবাড়ী জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। ঈদুল ফিতর উপল‌ক্ষে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া রু‌টে ফে‌রি ও লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতক‌ল্পে ঘা‌টের সুষ্ঠ ব‌্যবস্থাপনা এবং যাত্রী‌দের যাতায়াত নি‌র্বিঘ্নে করতে এ সভার আয়োজন করা হয়। সভার জেলা প্রশাসক সুলতানা আক্তার সভাপ‌তিত্ব কর‌ছেন।

 

সভায় জানানো হয়, আসন্ন ঈদে ঘরমু‌খো মানু‌ষ যেন নির্বিঘ্নি বাড়ি ফিরতে ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল কর‌বে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 

আরো পড়ুন
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

 

আরো জানানো হয়, দৌলত‌দিয়া প্রা‌ন্তে তিনটি ঘাট চালু থাকবে। এ ছাড়া ঘাট এলাকা যানজটমুক্ত ও হয়রা‌নি রো‌ধে থাক‌বে জেলা পুলি‌শের ক‌য়েকস্ত‌রের নিরাপত্তা ব‌্যবস্থাসহ ভ্রাম‌্যমাণ আদাল‌তের টিম।

সভায় জেলা ও পু‌লিশ প্রশাস‌নের কর্মকর্তা ছাড়াও স্বাস্থ‌্য, বিআইড‌ব্লিউটি‌সি, বিআইড‌ব্লিউটিএ, ফায়ার সা‌র্ভিস, সড়ক বিভাগসহ বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

মুরাদনগর

কথা রাখতে পারলেন না বিজিবি সদস্য বেলাল, বাড়িতে শোকের মাতম

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কথা রাখতে পারলেন না বিজিবি সদস্য বেলাল, বাড়িতে শোকের মাতম
ছবি : কালের কণ্ঠ

আসন্ন ঈদুল ফিতরে ছুটি নিয়ে বাড়ি এসে আদরের দুই মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করার কথা দিয়েছিলেন বিজিবিতে কর্মরত মো. বেলাল হাসান। ছাত্রজীবন থেকেই কর্তব্য পালনে অটুট বেলাল চাকরি থেকে ছুটি নেওয়ার আগেই জীবন থেকে ছুটি নিলেন।

বিজিবি সদস্য মো. বেলাল হাসান (৩১) কর্তব্যরত অবস্থায় কক্সজারের টেকনাফে মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ মার্চ) দুপুরে টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ছাত্রজীবন থেকে মানবিক ও সামাজিক কাজে সবার আগে থাকা বেলাল হাসানের এমন করুণ মৃত্যুর সংবাদে আশপাশের কয়েক গ্রামজুড়ে নেমেছে শোকের ছায়া। আর বাড়িতে চলছে শোকের মাতম। পুত্রশোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা নাছিমা আক্তার। অতি শোকে পাথর হওয়া স্ত্রী দুই কন্যাসন্তান নিয়ে বাড়িতে আসা লোকজনের দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন।

নিহত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল হাসান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে। বেলালের দেড় বছরের আনহা বিন হাসান ও আট বছর বয়সের আন নাফি নামের দুটি কন্যাসন্তার রয়েছে।

গতকাল সোমবার সকালে নিহতের বাড়িতে গিয়ে চোখে পড়ে মায়ের কোলে ১৮ মাসের অবুঝ শিশু আনহা বিন হাসান। পিতার আদর সোহাগ বোঝার বয়স হয়নি তার এখনো।

বাবা শব্দের সঙ্গে পরিচিত হওয়ার আগেই পিতাকে হারিয়ে ফেলে পরিবারের অন্য সব সদস্যের মতোই মা রোকসানা খানমের কোলে বসে কান্না করছে সে। 

বাড়ির উঠোনে নিহতের মা উপস্থিত লোকজনের কাছে ছেলের স্মৃতিচারণা করে বারবার মূর্ছা যাচ্ছেন। বাবা বজলুর রহমান তিনিও যেন বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তাদের দেখতে আসা লোকজনের মুখেও নেই সান্ত্বনার ভাষা। কারো কারো চোখ বেয়ে পড়ছে পানি, কেউ বা করছেন স্মৃতিচারণা।

সকাল ১১টায় জানাজা শেষে কাজিয়াতল গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের ভাই নাজমুল হাসান বলেন, ‘শনিবার বিকেলে বিজিবি থেকে আমাদের বাড়িতে দুজন লোক আসে। এসে বলে আমার ভাই বেলাল হাসান শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাকে এখনো পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘রবিবার দুপুরে আমরা কুমিল্লা বিজিবি ক্যাম্পে যাওয়ার পরপর সেখানে খবর আসে যে, রাখাইন এলাকায় আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। প্রশ্ন হলো যে, আমার ভাই শুক্রবার নিখোঁজ হয়েছেন। আমাদের জানানো হয়েছে শনিবার বিকেলে। এর কারণ কী? এর পেছনে কোনো রহস্য আছে কি না এটা খতিয়ে দেখা দরকার।’

নিহতের বাবা বজলুর রহমান বলেন, ‘আমার ছেলের মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। মনে হয় কিছু গোপন করা হয়েছে।’

নিহতের স্ত্রী রোকসানা খানম বলেন, ‘কথা ছিল ২৫ তারিখে ছুটি নিয়ে বাড়িতে আসবেন। বাড়িতে ঈদ করবেন। এখন আমাকে অথৈ সাগরে ভাসিয়ে সে চিরকালের জন্য ছুটি নিয়ে চলে গেছে না-ফেরার দেশে। দুটি অবুঝ শিশুসন্তান নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব!’

জানা যায়, শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবি হয়। এ ঘটনায় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। ওই সময় বিজিবির সদস্যসহ আরো বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। 

পরে রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকায় বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া বিজিবি সিপাহি মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারিভাবে কোনো নির্দেশনা আসলে আমরা তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করব।

মন্তব্য

ভূরুঙ্গামারী সীমান্তে বিপুল ইয়াবাসহ কারবারি আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ভূরুঙ্গামারী সীমান্তে বিপুল ইয়াবাসহ কারবারি আটক
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১৯২৫ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ সামিউল (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের বাঁশজানী গ্রামের খয়বার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ দিয়াডাংগা বিওপি’র দায়িত্বর্পূর্ণ সীমান্ত মেইন পিলার নম্বর-৯৭৯ দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পায় বিজিবির টহল দল।

তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসির নির্দেশনা মোতাবেক দিয়াডাংগা বিওপি’র টহলদল এক মোটরসাইকেল আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে মোটর সাইকেল থামাতে বলে। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে ঘেরাও করে আটক করে।

আরো পড়ুন
গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল

গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল

 

পরে মোটরসাইকেল আরোহীকে এবং মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলে থাকা শপিং ব্যাগ থেকে ১,৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৩ লক্ষ ২৪ হাজার ৫০ টাকা একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য পাচারের দায়ে মামলার মাধ্যমে ভূরঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, ‘মাদকদ্রব্য পাচার রোধে সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে স্কুল ছাত্র রনি শেখের (১৪) মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা নিহতের চাচাতো ভাই জিমি শেখ আহত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রনি চাচাতো ভাই জিমি শেখকে নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দু’জনেই মারাত্মক আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুমতাহিনা মৌরী রনি শেখকে মৃত ঘোষণা করেন।

আহত জিমি শেখকে হাসপাতালে ভর্তি আছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

ভুট্টাক্ষেতে কাঁদছিল নবজাতক, উদ্ধার করল এলাকাবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ভুট্টাক্ষেতে কাঁদছিল নবজাতক, উদ্ধার করল এলাকাবাসী
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশখালী গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়।

আজ সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচক্ষেতে কাজ করা এক নারী শিশুটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তিনি ভুট্টাক্ষেতে নবজাতকটিকে দেখতে পান।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

স্থানীয়দের ধারণা, কেউ শিশুটিকে ফেলে গেছে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে পরিত্যক্ত করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া নবজাতকটিকে আপাতত ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসন বলছে, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও লালন-পালনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে নবজাতকটির পরিচয় শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, ‘শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ