আজ চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ফেরির সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের যুক্ত হওয়ার কথা রয়েছে। সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী।