ঈদ যাত্রা নির্বিঘ্নে ছয় শঙ্কা

  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ
গণেশ পাল, গোয়ালন্দ (রাজবাড়ী)
গণেশ পাল, গোয়ালন্দ (রাজবাড়ী)
শেয়ার
ঈদ যাত্রা নির্বিঘ্নে ছয় শঙ্কা

ঈদ ঘনিয়ে আসছে। এবার টানা ৯ দিনের সরকারি ছুটি। রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি অভিমুখে ছুটবে মানুষ। পথে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুিরয়া নৌপথে ঘরমুখো মানুষের ঢল নামবে।

উভয় ঘাটে ফেরি পার হতে আসা যাত্রীবাহী বিভিন্ন গাড়ির চাপ বাড়বে স্বাভাবিক সময়ের কয়েক গুণ। সে ক্ষেত্রে ঘাট সমস্যা, আনফিট লঞ্চ, ভুয়া টিকিট বিক্রি, বেপরোয়া কুলি, উল্টোপথে গাড়ি, ফেরিতে জুয়ার ফাঁদসহ নানা কারণে যাত্রীদের ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ঘাট সমস্যা : দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে বর্তমান ৩, ৪ ও ৭ নম্বর ঘাট তিনটি চালু রয়েছে। অন্য চারটি বন্ধ।

পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় তিনটি ঘাটের গুরুত্বপূর্ণ পকেটপথ অনেক ঢালু। এতে ফেরি থেকে পন্টুনে নামার পর গাড়িগুলো পকেটপথ দিয়ে সহসা সংযোগ সড়কের ওপরে উঠতে পারে না। আবার সংযোগ সড়ক থেকে ওই ঢালুপথে নেমে মারাত্মক ঝুঁকির মুখে ফেরিতে উঠছে বিভিন্ন গাড়ি। পাশাপাশি ঘাটের পকেটগুলোতে (যেখানে ফেরি ভেড়ে) কোনো ব্যারিয়ার নেই।

আনফিট লঞ্চ : দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী লঞ্চগুলো চল্লিশ-পঁয়তাল্লিশ  বছরের পুরনো। প্রায় অকেজো হয়ে পড়া কোনো কোনো লঞ্চের ওপরে চকচকে বাহারি রঙের প্রলেপ থাকলেও গুরুত্বপূর্ণ ইঞ্জিনসহ ভেতরের অনেক কিছুই জোড়াতালি দেওয়া। সেখানে প্রশিক্ষিত মাস্টার (চালক) না নিয়ে অনেক লঞ্চমালিক সামান্য বেতনে অনভিজ্ঞ হেলপার দিয়ে তাদের লঞ্চ চালাচ্ছেন। প্রতিটি লঞ্চে অগ্নিনির্বাপকযন্ত্র, ফায়ার বাকেট, বালুভরা বাক্স, পাম্প মেশিন, লাইফ বয়া, ফাস্টএইডসহ জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম থাকার কথা থাকলেও বেশির ভাগ লঞ্চে তা প্রয়োজনীয়সংখ্যক নেই

ভুয়া টিকিট বিক্রি : ব্যস্ততম দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসির ফেরির টিকিট বুকিং কাউন্টার ঘিরে স্থানীয় দালালচক্র রয়েছে। স্বাভাবিক সময়ে বিভিন্ন পণ্যবাহী ট্রাকচালকদের কাছ থেকে ওই দালালরা অতিরিক্ত টাকা নিয়ে ফেরির টিকিট কিনে দেয়।

পাশাপাশি তারা সিরিয়াল ভেঙে পেছনের ট্রাক আগে নিয়ে ফেরি পারাপার করে থাকে। তবে প্রতিবছর ঈদের তিন দিন আগে থেকে পরের তিন দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ট্রাক পারাপার বন্ধ থাকে। এ সময় দালালচক্রের লোকজন দূরপাল্লার বিভিন্ন বাসের নামে ভুয়া টিকিট হাতে রেখে তারা সাধারণ যাত্রীদের প্রলুব্ধ করে। পরে মাত্রাতিরিক্ত টাকার বিনিময়ে যাত্রীদের হাতে ওই ভুয়া টিকিট ধরিয়ে দিয়ে সেখান থেকে দ্রুত সটকে পড়ে।

বেপরোয়া কুলি : দৌলতদিয়া লঞ্চঘাট ও বাসটার্মিনাল এলাকায় বিভিন্ন যাত্রীর ব্যাগ-বোঝা বয়ে নেওয়ার কাজ করে এলাকার একদল কুলি। কিন্তু ঈদের আগে ও পরে লঞ্চঘাটে যখন হাজারো মানুষের ঢল নামে, তখন সেখানে কুলিদের অনেকেই বেপরোয়া হয়ে ওঠে। তারা লঞ্চঘাট থেকে ১০-২০ টাকায় মিটিয়ে যাত্রীর ব্যাগ-বোঝা বয়ে নিয়ে যায় বাসটার্মিনালে। সেখানে যাওয়ার পর ওই যাত্রীর কাছ থেকে জোর করে ৫০ থেকে ১০০ টাকা আদায় করে।

উল্টোপথে গাড়ি : মহাসড়কের দৌলতদিয়া ঘাটের ট্রাফিক মোড় থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত দুই কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ এলাকা। সেখানে সড়ক বিভাজন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশের উদাসীনতার সুযোগে ওই ডাবল লেন সড়কে উল্টোপথে অবাধে চলাচল করছে মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, নছিমন, করিমন, মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার বিভিন্ন গাড়ি। মহাসড়কের ওই ডাবল লেন অংশে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা রয়েছে। 

ফেরিতে জুয়ার ফাঁদ : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাতে চলাচলকারী ফেরিগুলোতে যাত্রী নিরাপত্তায় পুলিশি পাহারা নেই। এ সুযোগে এলাকার সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ফের সক্রিয় হয়ে উঠছে।

কর্তৃপক্ষের ভাষ্য : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, এবার ঈদে অতিরিক্ত গাড়ি ও যাত্রীর চাপ সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট প্রস্তুত হয়ে আছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লিটন হাওলাদার, হোসেন মাতবর, কাশেম বেপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি ও জয়নাল।

স্থানীয় বিএনপির তিন নেতা জানান, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিজানুর রহমান সরদার বলেন, হাওলাদার পরিবার (বিএনপি নেতা বাছেদ হাওলাদার) আওয়ামী লীগের সময়ও সুবিধা নিত, এখন বিএনপির সময়ও সুবিধা নিচ্ছে, ফেসবুকে এ ধরনের একটি পোস্টকে কেন্দ্র করে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ বিষয়ে বিএনপি নেতা আবুল বাছেদ হাওলাদারের বক্তব্য জানা যায়নি।

 

মন্তব্য

মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যার অভিযোগে তিনজনের নামে বন বিভাগ গতকাল শনিবার দর্শনা থানায় মামলা করেছে। পরে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অন্য দুজন মিন্টু ও সাইফুল ইসলাম পালাতক।

কুড়ালগাছি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধান্যঘরা গ্রামে আলমগীর ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। শুক্রবার দুপুরে তিনি টেঁটা নিয়ে ধানক্ষেতে মেছো বিড়ালটি দেখে টেঁটাবিদ্ধ করে রাস্তার ওপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটাবিদ্ধ থাকায় বিড়ালটি মারা যায়।

 

মন্তব্য

অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

জাহাজে চুরির প্রস্তুতির সময় শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন মো. জনি, মো. আলিরাজ, স্বপন মুন্সি, মো. আজিম ও মো. মেজবাহ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাচ্ছে এমনখবর পেয়ে কোস্ট গার্ডের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়।

মন্তব্য

চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও আব্দুর ফেরদৌস সেখ (১৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান। প্রসঙ্গত, ১৬ মার্চ রাতে নির্মাণশ্রমিক রিয়াজ উদ্দিন সেখ ও হৃদয় সেখ (১৮) নিখোঁজ হন। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
২০ মার্চ একটি সেতুর নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ