এসএসসি পরীক্ষার ৩৪ দিন বন্ধ কোচিং, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা

বাসস
বাসস
শেয়ার
এসএসসি পরীক্ষার ৩৪ দিন বন্ধ কোচিং, কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা
ফাইল ছবি

পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি এবং ৩৪ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার মধ্য দিয়ে ১০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা।

গত ১৬ মার্চ শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় জানিয়েছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে রয়েছে নানামুখী চ্যালেঞ্জ। এরই পরিপ্রেক্ষিতে ১৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি পরিপত্র জারি করেছে ।

শনিবার (২২ মার্চ) ঢাকা বোর্ডের ওয়েবসাইটে পরিপত্রটি প্রকাশ করা হয়।

পরিপত্রে লিখিত পরীক্ষা চলাকালীন সারা দেশে ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। ১৪৪ ধারা জারি করা হবে পরীক্ষা কেন্দ্রের আশপাশে, বন্ধ রাখতে হবে ফটোকপি মেশিন।

এ পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত চলবে।

পরিপত্রে আরো বলা হয়েছে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের ৩০ মিনিটের পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে।

এতে বলা হয়, বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে। তবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি দেওয়া যাবে না।

পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা দেরিতে শুরু করতে হলে যত মিনিট পর পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় যুক্ত হবে।  

প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে।

কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ও মুঠোফোনের সুবিধাযুক্ত ঘুড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন।

অননুমোদিত ফোন/ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা দেরিতে শুরু করতে হলে যত মিনিট পর পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় যুক্ত হবে।  

পরীক্ষার প্রশ্ন ফাঁস এড়াতে ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহনের কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।  প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত হতে কেন্দ্রের সচিব বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নসহ গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তার (ট্যাগ অফিসার) উপস্থিতি ছাড়া প্রশ্নপত্র ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে বের করা যাবে না বা বহন করা যাবে না। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষাকেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক/সৃজনশীলের সব সেট প্রশ্নই নিতে হবে। প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

পরিপত্রে আরো বলা হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে এ সময়কালে পরীক্ষাকেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত গণমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা দায়িত্ব পালন করবেন। পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে এস এম এস-এর মাধ্যমে আবেদন করা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আইইউবি শাখা ছাত্রদলের সভাপতি আলীফ, সম্পাদক লাবীব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আইইউবি শাখা ছাত্রদলের সভাপতি আলীফ, সম্পাদক লাবীব
সংগৃহীত ছবি

ইন্ডিপেন্ডেন্ট  ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মো. আলিফ ও সাধারণ সম্পাদক হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মো. লাবীব মুসাব্বির।

গতকাল সোমবার (২৪ মার্চ) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) এ কমিটির অনুমোদন দেন।

সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্য পদে রয়েছেন সহ-সভাপতি রোকাইয়া জান্নাত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরছালিন মাহমুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে তাবাসসুম রিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান সানিয়াদ।

প্রাসঙ্গিক
মন্তব্য

চবির সমাবর্তনে যাবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চবির সমাবর্তনে যাবেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে পঞ্চম সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়ে সম্মতি দেন তিনি।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সদস্যসচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন।

আগামী ১৪ মে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন। ১৯৭২ সালে অধ্যাপক ড. ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।

মন্তব্য

পরীক্ষার টাকা সুষম বণ্টনের দাবি কর্মচারীদের, প্রশাসনিক ভবনে তালা দিয়ে সংবাদ সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
পরীক্ষার টাকা সুষম বণ্টনের দাবি কর্মচারীদের, প্রশাসনিক ভবনে তালা দিয়ে সংবাদ সম্মেলন

পাবলিক ও অভ্যন্তরীণ পরীক্ষায় টাকা ভাগ-বাটোয়ারায় শিক্ষকদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদ। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবন তালাবন্ধ করে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। এ সময় কলেজের প্রায় দুই শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে, ২৪ মার্চ বেলা ১২টা থেকে প্রশাসনিক ও বিভাগীয় সকল কার্যক্রম বন্ধ রাখে তারা।

কর্মবিরতি ঘোষণার পর কর্মচারীদের উপর রাগান্বিত হয়ে ডিগ্রি ক্যাম্পাস ত্যাগ করেন অধ্যক্ষ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি ও অধ্যক্ষের প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলমের অভিযোগ, খসড়া বণ্টন নীতিমলা-২০২৪ বিভিন্ন বৈষম্য পরিলক্ষিত হয়। যা কর্মচারীরা ন্যায্য অধিকার হতে বঞ্চিত হচ্ছে। সেই ধারাবাহিকতায়, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদ, বণ্টন নীতিমালা-২০২৪ কমিটিকে লিখিত দাবি জানাই।

আমাদের মতামত না নিয়ে গত ১০ মার্চ বণ্টন নীতিমালা- ২০২৪ অনুমোদন করেন অধ্যক্ষ ও কমিটি । এর পরিপ্রেক্ষিতে ন্যায্য অধিকার পাওয়ার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কর্মচারী কল্যাণ পরিষদ কর্তৃক কর্মবিরতি পালন করা হচ্ছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ পরিষদের সহ-সভাপতি পদে অফিস সহকারী (বেসরকারি) মাহফুজুল ইসলাম লাকী , সাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষক মো. সাইফুদ্দিন সুমন, সহ সম্পাদক পদে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর ছিদ্দিক সেলিম, কোশাধ্যক্ষ পদে হিসাব সহকারী ইয়াছিন মিয়া, ক্রীড়া সম্পাদক পদে অফিস সহায়ক মো. আব্দুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক পদে অফিস সহকারী (বেসরকারি) মো. শাহ আলম, প্রচার সম্পাদক অফিস সহায়ক মো. আমির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে অফিস সহকারী (বেসরকারি), মোসাম্মৎ শাহনাজ বেগমসহ সরকারি বেসরকারি দুই শতাধিক কর্মচারী।

 

টাকা ভাগ-বাটোয়ারা বিষয়ে শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘এ কলেজে আগে কোন সিস্টেম ছিল না। এখানে বেসরকারি কর্মচারী বেশী। তাদের থেকে বরাদ্দ দেওয়া হতো। এখন আমরা একটা সিস্টেমে নিয়ে আসছি। যিনি কমিটিতে কাজ করবেন, তিনি বেশী পাবেন এটা বণ্টন নীতিমালায় আছে।

’ 

তবে কলেজের হিসাবরক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের সম্পাদক সাইফুদ্দিন সুমন বলেন, ‘২০২১ সালে পরীক্ষা কমিটি ১১ শতাংশ টাকা গ্রহণ করতো। বর্তমান কমিটি ১৬.৮২ টাকা নিয়ে যাচ্ছে। যা স্পষ্ট বৈষম্য। আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য বারবার স্যারদের নিকট অনুরোধ করেছি।’

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা কালের কণ্ঠকে বলেন, ‘নীতিমালা আলোকেই কর্মচারীদের মাঝে পরীক্ষার টাকা সুষম বণ্টন করছি। আমরা কারো প্রতি অন্যায় করছি না। যতটুকু বুঝি তারা কারো ইন্দনে আন্দোলনের ডাক দিয়েছে। এতে আমার কিছুই করার নাই। যদি আমার শিক্ষার্থীরা অফিসিয়াল কোন কাছে হয়রানি শিকার হয়, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।’

মন্তব্য

তারেক রহমানের ৩১ দফা ধরে এগুতো চাই : শাহরিয়ার হোসেন পলিন

ইমানুল সোহান
ইমানুল সোহান
শেয়ার
তারেক রহমানের ৩১ দফা ধরে এগুতো চাই : শাহরিয়ার হোসেন পলিন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে শুনলেই মানুষ ভেবে নিত, তাদের জগৎ ভিন্ন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক, দেশ নিয়ে তাদের ভাবনা নেই। তাদের চিন্তা পড়ালেখা শেষ করে বিদেশে পাড়ি জমানো। কিন্তু প্রচলিত এই ধারণাকে জুলাই-আগস্ট আন্দোলনে মিথ্যা প্রমাণিত করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজপথে জীবন দিয়ে প্রমাণ করেছেন, তারাও রাষ্ট্র ও রাজনীতি নিয়ে ভাবেন। তাই আগস্ট পরবর্তী নতুন রাষ্ট্র বিনির্মাণে রাজনীতিতে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে চান।

সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি দিচ্ছে।

গতকাল সোমবার (২৪ মার্চ) দেশের নামকরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শাহরিয়ার হোসেন পলিনকে সভাপতি করা হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন পলিন জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। তার কাছে রাজনীতিতে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা রাজনীতিতে না আসলে সেই জায়গা খালি থাকবে না, কেউ না কেউ দখল করবে।

বরং অযোগ্যরা সেই জায়গায় বসবে। মেধাবীরা রাজনীতিতে আসলে দেশের সামগ্রিক পরিবর্তন ঘটবে। সেই ধারণা থেকে আমার রাজনীতিতে আসা। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা আমাকে আকৃষ্ট করেছে।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনীতি নিষিদ্ধ।

এজন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমাদের রাজনৈতিক কার্যক্রম থাকবে না। কারণ চাপিয়ে দেওয়ার রাজনীতি আমরা করতে চাই না। আমরা ইতিবাচক রাজনীতি চাই। রাস্তায় স্লোগান, মারামারি করাটাই যে রাজনীতি—সেই ধারণা পাল্টাতে আমরা কাজ করব। আর জোর করে নয়, সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীরা রাজনীতি করতে চাইলে আমরা তাদের গ্রহণ করব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রসঙ্গে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে নতুন রাষ্ট্র গঠনের সকল প্রস্তাবনা আছে, যা বাস্তবায়িত হলে সত্যিকার অর্থে দেশ অনেক এগিয়ে যাবে। এই সংস্কার প্রস্তাবনা সামনে রেখেই আমরা এগিয়ে যাব। তরুণরা যে রাষ্ট্রকাঠামোর স্বপ্ন দেখে, সেটি ৩১ দফার মধ্যেই অন্তর্নিহিত।’
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ