গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরের শাহীন ক্যাডেট স্কুলে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বোর্ড কর্তৃক পরীক্ষার ফি বাবদ মোট ফি দুই হাজার ৫০০ টাকা হলেও শাহীন ক্যাডেট স্কুলে এবারের এসএসসি পরীক্ষার ফরম পূরণে জনপ্রতি ৮ হাজার থেকে ১০ হাজার টাকা আদায় করা হচ্ছে, যা কোচিং ও পরীক্ষার ফি বাবদ দেখানো হচ্ছে।
এ বিষয়ে স্কুলের পরিচালক আওলাদ হোসেন ও ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি, এসএসসির ফরম ফিসহ অন্যান্য ফি বাবাদ আট হাজার টাকা করে নেওয়া হয়েছে, যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।