<p> উপজেলার মনসারটেক এলাকায় অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে গেছে। রবিবার রাত ১০টায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পটিয়া ও কালুরঘাট ফায়ারস্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p> স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঈসমাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে সৃষ্ট আগুনে পাশের ফজলুল কবির কুমারের কাঠের দোকান ও সাইফুদ্দিনের টিনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আইয়ুব চৌধুরীর ডেকোরেশন ও বদিউল আলম তুষারের দোকান এস এম ট্রেডার্স আংশিক ক্ষতিগ্রস্ত হয়।</p> <p> ঈসমাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের মালিক মো. ইসমাইল জানান, তাঁর দোকানে মোটরগাড়িসহ বিভিন্ন গাড়ির যন্ত্রপাতি এবং একাধিক মোটরসাইকেল ছিল। তার আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।</p> <p> কাঠের দোকানদার ফজলুল কবির কুমার কালের কণ্ঠকে বলেন, 'অগ্নিকাণ্ডে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।'</p> <p>  </p> <p>  </p> <p>  </p>