এক্সটার্নাল-১ : (ক্যাডার চয়েস দেখে) ফার্মেসি পড়ে কেন পররাষ্ট্র ক্যাডারে আসতে চান?
—আমি এক বছর ওষুধ কম্পানিতে চাকরি করেছি। তখন মনে হয়েছে, আরো বড় পরিসরে কাজ করতে চাই। এ জন্য চাকরি ছেড়ে দিয়ে বিসিএসের জন্য পড়াশোনা শুরু করেছি।
বিআরআই কী?
—চীনা নেতৃত্বাধীন বড় ধরনের অবকাঠামোগত প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা বিআরআই।
এটি কেন করা হয়েছে?
—মূলত বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য। এর ভূ-রাজনৈতিক গুরুত্বও অনেক।
এক্সটার্নাল-২ : টিআরআইপিএস কী?
—টিআরআইপিএস হলো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের বাণিজ্য সম্পর্কিত দিকগুলোর চুক্তি। এর পূর্ণরূপ Trade Related Aspects of Intellectual Property Rights|
এলডিসি থেকে উত্তরণ হলে ওষুধ খাতে কী সমস্যা হবে?
—বর্তমানে ওষুধের কাঁচামাল আমদানিতে যে বিশাল মূল্যছাড় পাচ্ছি সেটা আর পাব না।
ফলে ওষুধের দাম অনেক বেড়ে যাবে।
এই সমস্যার সমাধানে আমরা কী করছি?
—এলডিসি থেকে উত্তরণ হলেও ওষুধের ক্ষেত্রে মূল্যছাড়ের সুবিধাটা যেন আরো কয়েক বছর থাকে, সে জন্য কূটনৈতিক চেষ্টা চালানো হচ্ছে।
মুন্সীগঞ্জে এপিআই (ওষুধের কাঁচামাল) পার্ক তৈরি হচ্ছে। পররাষ্ট্র ক্যাডার হলে কী করবেন?
—স্যার, কী ধরনের কাজ করব, এটা মূলত আমার পোস্টিং কোথায় হবে সেটার ওপর নির্ভর করবে...
(স্যার থামিয়ে দিয়ে) বলো, Innovation, Invention Avi Discovery কী?
—স্যার, Innovation হলো কোনো সমস্যা সমাধানের নতুন কোনো আইডিয়া, এর মাধ্যমে আগের চেয়েও সহজে কোনো কাজ করা যাবে।
Invention হলো এমন কোনো কিছু নতুনভাবে আবিষ্কার করা, যা আগে ছিল না। যেমন—নতুন কোনো টিকা আবিষ্কার। আর উরংপড়াবৎু হলো, যার অস্তিত্ব আগে থেকেই ছিল, কেবল নতুনভাবে খুঁজে বের করা। যেমন—কোনো দুর্গম জায়গায় মানুষ প্রথমবার গিয়ে নতুন কোনো ঔষধি গাছ খুঁজে পেলে সেটা হবে Discovery।
‘তথ্য আপা’ কী?
—এটি আইসিটি খাতে নারীদের ক্ষমতায়নের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত একটি প্রকল্প।
বাংলাদেশের কয়টি আন্ত সীমান্ত নদী আছে?
—৫৪টা। ৫৩টি ভারতের সঙ্গে আর ১টি মায়ানমারের সঙ্গে।
চেয়ারম্যান : ড্রাগ ও মেডিসিনের পার্থক্য কী?
—যেকোনো পদার্থ যা আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে পারে, যা বিশেষ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডোজে গ্রহণ করা হয়, সেটা মেডিসিন। আর সেই একই পদার্থ অপরিমিত পরিমাণে গ্রহণ করলে সেটাকে বলা হয় ড্রাগ।
ডোজ কী?
—ডোজ হচ্ছে ওষুধ গ্রহণের নির্ধারিত নিরাপদ মাত্রা, যা ব্যাপক গবেষণার মাধ্যমে নির্ধারণ করা হয়।
ইমালশন কী?
—ওষুধের তরল অবস্থা মূলত ৩ প্রকার। এর একটি হচ্ছে ইমালশন।
ওটিসি ড্রাগ কী?
ওভার দ্য কাউন্টার ড্রাগ, যা কেনার জন্য চিকিৎসকের ব্যাবস্থাপত্রের প্রয়োজন হয় না।
মাল্টি ড্রাগ রেসিসট্যান্স কী?
—এটা মূলত অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা যায়। যখন কোনো ব্যাকটেরিয়ার আক্রমণকে একাধিক অ্যান্টিবায়োটিক দিয়েও নিয়ন্ত্রণ হয় না।
অনেকে দেশি ওষুধে আস্থা রাখে না কেন?
—স্যার, এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার। অন্যান্য অনেক দেশি পণ্যে ভেজাল থাকে বলে আমরা ধরে নিই দেশে তৈরি ওষুধও খারাপ। কিন্তু একজন ফার্মাসিস্ট হিসেবে বলতে পারি, আমাদের ওষুধের গুণগত মান খুবই ভালো। এখন ১৫৩টি দেশে রপ্তানি হচ্ছে।
ঠিক আছে, আসুন।