<p>নিশিরাত। পুরো গ্রাম ঘুমিয়ে গেছে। তবে ছোট্ট আরিবের চোখে ঘুম নেই। তার জানালার বাইরে ঝকঝকে চাঁদটি যেন কথা বলতে চাইছে।</p> <p>হঠাৎ চাঁদ থেকে একটি আলোকরশ্মি ঠিকরে আরিবের ঘরে এসে পড়ল। আর সেই রশ্মির মধ্যে দেখা গেল এক রহস্যময় মানুষ। মাথায়<br /> রুপালি টুপি, হাতে সোনালি দণ্ড। ‘তুমি কে?’ আরিব বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। লোকটি মৃদু হেসে বলল, ‘আমি চাঁদের জাদুকর, নাম লুনো। তোমার সাহায্য চাইতে এসেছি।’</p> <p>‘আমার সাহায্য?’ আরিব অবাক। ‘তোমার মতো শক্তিশালী জাদুকর কেন আমার সাহায্য চাইবে?’</p> <p>লুনো বলল, ‘চাঁদের আলো জাদুর শক্তি দিয়ে পৃথিবীতে শান্তি আনে। কিন্তু একজন আমার সেই জাদুর দণ্ড চুরি করেছে। তার নাম ছায়া রাজা। সে অন্ধকারে ঢেকে দিতে চায় সব। তুমি যদি সাহসী হও, তবে আমায় সাহায্য করো।’ আরিব কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, ‘চলো, আমরা ছায়া রাজাকে পরাজিত করি!’</p> <p>লুনো তার সোনালি দণ্ড দিয়ে এক আলোর সিঁড়ি বানাল। আরিব সেই সিঁড়ি বেয়ে উঠে গেল আকাশে। তারা পৌঁছাল এক অদ্ভুত রাজ্যে, যেখানে চাঁদের আলো পড়ত না। সব কিছু ঘন কালো ছায়ায় ঢাকা। হঠাৎ ছায়ার মধ্য থেকে বিকট হাসি শোনা গেল। ‘হাহাহা! লুনো, তুমি কি ভাবো এই ছোট্ট ছেলেকে নিয়ে আমাকে হারাতে পারবে?’ ছায়া রাজা এগিয়ে এলো। তার হাতে ছিল লুনোর জাদুর দণ্ড।</p> <p>আরিব সাহস করে বলল, ‘ছায়া রাজা, তুমি কেন জাদুর দণ্ড চুরি করেছ, যেটা আলোকিত করে সব?’ ছায়া রাজা বলল, ‘মানুষ আলোতে শুধু নিজের স্বার্থ দেখে। আমি চাই সব কিছু অন্ধকারে ঢেকে যাক, যাতে কেউ কাউকে দেখতে না পায় আর কেউ মিথ্যা বলতে না পারে।’ আরিব বলল, ‘কিন্তু আলো ছাড়া কেউ ভালোবাসা খুঁজে পাবে না। আলোই আমাদের পথ দেখায়।’ ছায়া রাজা থমকে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ‘তাহলে প্রমাণ করো, আলো শুধু স্বার্থ নয়, মানুষের ভালোবাসা আর বন্ধুত্বের জন্যও দরকার।’ ছায়া রাজা একটি ধাঁধা দিল, বলল, ‘তিনটি প্রদীপ জ্বালো, যার আলো কখনো নেভে না। যদি পারো, তবে দণ্ড ফেরত পাবে।’ লুনো ফিসফিস করে আরিবকে বলল, ‘ভয় পেয়ো না। এই ধাঁধা শুধুই সাহস আর বুদ্ধির পরীক্ষা।’ আরিব চারদিকে মাথা ঘোরাল। অবশেষে সে তার মনের কথাটি শুনল। তিনটি প্রদীপ জ্বালানোর জন্য সে তার নিজের হৃদয়, বিশ্বাস আর ভালোবাসার শক্তি ব্যবহার করল। হঠাৎ তিনটি প্রদীপ জ্বলে উঠল। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। ছায়া রাজা অবাক হয়ে বলল, ‘তুমি সত্যি প্রমাণ করেছ যে আলো শুধু স্বার্থ নয়, মানুষের ভালোবাসা আর বন্ধুত্বের জন্যও দরকার। এই নাও তোমার জাদুর দণ্ড।’</p> <p>লুনো তার দণ্ড ফেরত পেয়ে আবার পৃথিবীতে চাঁদের আলো ফিরিয়ে দিল। আরিব জেগে দেখল, সে তার নিজের বিছানায়। জানালার বাইরে আকাশে ভাসছে পূর্ণিমার চাঁদ।</p> <p> </p>