<p>বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করেছে বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয় বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।</p> <p>রিজভী আরো অভিযোগ করেন, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।</p> <p>তবে এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তার আটকের বিষয়ে কোনো কিছু বলতে রাজি হননি।</p> <p>বিএনপি থেকে আরো দাবি করা হয়, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আটক করেছে পুলিশ।</p> <p>আজ বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।</p>