<p style="text-align:justify">রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলীর লাশবাহী অ্যাম্বুল্যান্স ঘিরে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রলীগ নেতাদের বিক্ষোভ করতে দেখা যায়।  </p> <p style="text-align:justify">এর আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <p style="text-align:justify">জানাজায় অংশ নিয়ে সবুজের বড় ভাই নুরুন্নবী এ  হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। পরে সবুজের মরদেহ তার নিজ এলাকা নীলফামারীর সদর উপজেলার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে সবুজের মরদেহ দাফনের কথা রয়েছে।</p>