<p>নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে নেমে নেপালের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ করেছে বাংলাদেশ। দুই দলকেই হতাশ করেছে গোলবার। অন্যথা, বাংলাদেশ-নেপাল দুই দলের নামের পাশে ১-১ গোল থাকতে পারত।</p> <p>দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিলেন তহুরা খাতুন। নিজের কাজটাও করেছিলেন বাংলাদেশি স্ট্রাইকার। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোলবার। প্রতিপক্ষের এক খেলোয়াড় গোলকিক নেওয়ার সময় পরে গেলে তাতে শট জোরালো হয় না। নেপালের ডি বক্সের সামনেই দাঁড়ানো তহুরা বল পান। গোলরক্ষককে একা পেয়ে শটও নিলেন তিনি। কিন্তু তা বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়বার সুযোগ পেয়ে হেড দিলে তা ধরে ফেলেন গোলরক্ষক অঞ্জিলা সুব্বা।</p> <p>এই গোলবারই নেপালকেও হতাশ করে ১০ মিনিটে। আমিশা কারকির শট বারে লেগে ফিরে আসে। ৩৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন মনিকা চাকমা। গোলরক্ষক অঞ্জিলা গোলবার থেকে বের হয়ে এসে বাংলাদেশের একটি ক্রস প্রতিহত করলে ফাঁকা গোলবারেও বল জালে জড়াতে পারেননি মনিকা।</p> <p>প্রথমার্ধে কোনো দল গোল না পেলেও বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছিলেন সাবিত্রা ভান্ডারি। বক্সে বেশ কিছু বল বাড়িয়েছিলেন তিনি। যা থেকে গোলও পেতে পারত নেপাল যদি তার সতীর্থরা ঠিকমতো সুযোগগুলো কাজে লাগাতে পারত। তবে সেই সুযোগ দেয়নি বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা।</p>