<p>সাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। </p> <p>বুধবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কথা বলবেন ফারুক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730292407-d8179a3221b3663d3453750d9744eb09.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অধিনায়কত্ব নিয়ে শান্তর সঙ্গে কথা বলবেন ফারুক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/30/1440885" target="_blank"> </a></div> </div> <p>এদিন দুদকের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য লতিফের ৩ দিনের রিমান্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730291147-15fc23686f45de98d96a02033096be7d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য লতিফের ৩ দিনের রিমান্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440877" target="_blank"> </a></div> </div> <p>আবেদনে বলা হয়েছে, মোহসিন এবং অন্যান্যদের বিরুদ্ধে নামে বেনামে কম্পানি স্কুলে নিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জাল জালিয়াতি এবং কাগুজে বিল সৃষ্টি করে ঋণের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে মুহাম্মদ মোহসিনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাতের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে অভিযোগ সংশ্লিষ্ট মুহাম্মদন মোহসিন জাতীয় দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক। </p>